Donald Trump: নিজের কোনও শব্দ জোড়েননি, গাজা শান্তি-পরিকল্পনায় মোদির সমর্থন রিপোস্ট ট্রাম্পের
Gaza Conflict: ২০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতে সাড়া দেওয়ার জন্য তিন থেকে চারদিন আছে হামাসের হাতে, এমনই বার্তা পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজা-দ্বন্দ্ব শেষ করতে পরিকল্পনা প্রস্তাব করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই পরিকল্পনা সমর্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা এবার সোশাল মিডিয়ায় রি-শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকী তাতে নিজের কোনও শব্দও জোড়েননি তিনি। শুধুমাত্র মোদির সমর্থন-বাক্য রি-পোস্ট করেছেন Truth Social-এ। নিজের পোস্টে মোদি বলেছেন, ভারত "গাজা দ্বন্দ্ব শেষ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের ব্যাপক পরিকল্পনার ঘোষণাকে স্বাগত জানায়।" তিনি লেখেন, ‘গাজ়ায় যুদ্ধ সমাপ্তির যে পরিকল্পনা পেশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে স্বাগত জানাই আমরা। এটি প্যালেস্তিনীয় ও ইজরায়েলি জনগণের জন্য তো বটেই, বৃহত্তর পশ্চিম এশিয়ার জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পথ প্রশস্ত করছে। আশা করি, সংশ্লিষ্ট সকলেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রচেষ্টার পক্ষে একজোট হবেন এবং যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে সমর্থন করবেন।’
২০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতে সাড়া দেওয়ার জন্য তিন থেকে চারদিন আছে হামাসের হাতে, এমনই বার্তা পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনায় যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে হামাস কর্তৃক পণবন্দীদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইজরায়েলের ধীরে ধীরে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পরিকল্পনায় ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃত্বের প্রস্তাবও রয়েছে।
হোয়াইট হাউসে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান যে, তিনি হামাসকে তাঁর শান্তি পরিকল্পনার প্রতিক্রিয়া জানাতে ৩-৪ দিন সময় দেবেন। তিনি বলেন যে, 'বাকি সকল পক্ষই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তারা কেবল হামাসের জন্য অপেক্ষা করছে।' এর পাশাপাশি চরম সতর্কবার্তাও দেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেন, 'সমস্ত আরব দেশ এতে সই করেছে। মুসলিম দেশগুলি এতে সই করেছে। ইজরায়েলও এতে সই করেছে। আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি, এবং হামাস হয় তা করবে, অথবা করবে না, এবং যদি তা না হয়, তবে এর অত্যন্ত দুঃখজনক পরিণতি হতে চলেছে।'
৭ অক্টোবর, ২০২৩ তারিখে হামাসের হামলার মাধ্যমে গাজায় যুদ্ধ শুরু হয়। এই হামলায় ইজরায়েলে ১,২১৯ জন নিহত হন। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ইজরায়েলের আক্রমণের ফলে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ৬৬,০৫৫ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। US President Donald Trump's plan to end Gaza Conflict























