কে এই কমলা হ্যারিস? যিনি মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হলেন
বর্তমানে লস অ্যাঞ্জেলসে স্বামী ডাগ এমহফের সঙ্গে থাকেন কমলা। সঙ্গে থাকে স্বামীর প্রথম বিয়ের থেকে হওয়া দুই সন্তান--এলা ও কোন এমহফ।
ওয়াশিংটন: আগামী মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে দলের ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য মঙ্গলবার ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফর্নিয়ার সেনেটর কমলা দেবী হ্যারিসের নাম ঘোষণা করেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বিডেন।
কিন্তু কে এই কমলা হ্যারিস? চিনে নিন --
পুরো নাম কমলাদেবী হ্যারিস।
৫৫ বছর বয়সী কমলা ডেমোক্র্যাটিক পার্টির মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী।
তাঁর বাবা জামাইকান ও মা ভারতীয়। বাবা-মায়ের ডিভোর্সের পর মা শ্যামলা গোপালন হ্যারিসের সঙ্গেই বড় হয়ে ওঠেন কমলা।
বর্তমানে ক্যালিফর্নিয়ার গভর্নর কমলা। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রবর্তক হিসেবে উল্লেখ করতেন।
যদি নির্বাচন জেতেন, তাহলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে প্রথমবার কোনও মহিলা আসীন হবেন। একইসঙ্গে তিনি হবেন প্রথম ভারতীয়-মার্কিন ও আফ্রো-মার্কিন যিনি দেশের ভাইস-প্রেসিডেন্ট হবেন।
তিনি এর আগে সান ফ্রান্সিস্কোয় কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন। সেই পদে তিনি ছিলেন প্রথম মহিলা এবং একইসঙ্গে প্রথম আফ্রো-মার্কিন ও ভারতীয়-মার্কিন বংশোদ্ভূত।
তিনি প্রথম আফ্রো-মার্কিন মহিলা এবং ভারতীয় বংশোদ্ভূত যিনি ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে আসীন হন।
ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে একটি ঐতিহাসিক মামলা জেতেন। বড় বড় ব্যাঙ্কগুলি সেখানে প্রচুর বাড়ি বাজেয়াপ্ত করছিল। সেই প্রদেশের বাসিন্দাদের পক্ষে নেন তিনি। ব্যাঙ্কগুলির পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াই জেতেন। বাসিন্দাদের পক্ষে ২ হাজার কোটি মার্কিন ডলার সেটেলমেন্ট করে নজির গড়েছিলেন।
ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাটিক সেনেটর পদের প্রথম পর্যায়ের পর ২০১৯ সালেই প্রেসিডেনশিয়াল প্রচার শুরু করে দেন কমলা।
প্রথম কয়েকমাস চলার পর, তাঁর প্রচার মুখ থুবড়ে পড়ে। বছরের শেষদিকে তিনি সেই দৌড় থেকে সরে দাঁড়ান।
এরপর, চলতি বছরের গোড়ায় প্রাইমারি ও প্রাক-প্রাইমারিতে তিনি বিডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন করেন। প্রথমদিকে, তাঁর সঙ্গে বিডেনের সম্পর্ক মধুর ছিল না। কিন্তু, গত কয়েকমাসে দুজনই আগের তিক্ততা ভুলে নতুন করে সমঝোতা করেন।
বর্তমানে লস অ্যাঞ্জেলসে স্বামী ডাগ এমহফের সঙ্গে থাকেন কমলা। সঙ্গে থাকে স্বামীর প্রথম বিয়ের থেকে হওয়া দুই সন্তান--এলা ও কোন এমহফ।