US Sanctions Indian Firms: আরও ১৫টি ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্যের অভিযোগ
India-US Relations: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে উন্নত প্রযুক্ত, সাজ-সরঞ্জামের প্রয়োজন পড়ছে রাশিয়ার।
ওয়াশিংটন: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগ। পর পর একাধিক ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। কয়েক দিন আগেই চার ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করেছিল তারা। আরও ১৫টি ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এল। বেআইনি ভাবে ওই সংস্থাগুলি রাশিয়াকে সামরিক এবং শিল্পক্ষেত্রে সাহায্য জুগিয়েছে বলে অভিযোগ। (US Sanctions Indian Firms)
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে উন্নত প্রযুক্ত, সাজ-সরঞ্জামের প্রয়োজন পড়ছে রাশিয়ার। আমেরিকা অনেক আগেই তাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। সেই নিষেধাজ্ঞা এড়িয়ে কারা রাশিয়াকে সাহায্য করছে, সেদিকে লাগাতার নজর রয়েছে আমেরিকার। অতি সম্প্রতি তেমন ৪০০ ব্যক্তি এবং সংস্থাকে নিষিদ্ধ করে তারা, যার মধ্যে ভারতের চার সংস্থাও ছিল। (India-US Relations)
এবার আরও ২৭৫ ব্যক্তি এবং সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা। চিন, সুইৎজারল্যান্ড, তাইল্যান্ড, তুরস্কের পাশাপাশি ভারতের সংস্থাগুলির নামও রয়েছে ওই তালিকায়। বেলারুশের একাধিক ব্যক্তি এই তালিকায় রয়েছেন। আবার প্রতিরক্ষা বিভাগের আধিকারিক, কর্মকর্তাদেরও নিষিদ্ধ করেছে আমেরিকা। এবার ভারতের ১৫টি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে। আমেরিকার ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে বেআইনি ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাতে উন্নত প্রযুক্তি এবং সরঞ্জাম জুগিয়ে যারা সাহায্য করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না আমেরিকা।
আমেরিকার ট্রেজারি বিভাগের ডেপুটি সেক্রেটারি ওয়ালি অ্যাডিমো জানিয়েছেন, রাশিয়া যাতে যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, সেই চেষ্টা চলছে। এই নিষেধাজ্ঞা আমেরিকার সেই চেষ্টার প্রমাণ। নিষেধাজ্ঞা এড়িয়ে যাঁরা রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বদ্ধপরিকর আমেরিকা এবং শরিক দেশগুলি।
ভারতের যে ১৫টি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে, সেগুলি হল, Abhar Technologies and Services Private Limited, Denvas Services Private Limited, Emsystech, Galaxy Bearings Ltd, Orbit Fintrade LLP, Innovio Ventures, KDG Engineering Private Limited and Khushbu Honing Private Limited, Lokesh Machines Limited, Pointer Electronics, RRG Engineering Technologies Private Limited, Sharpline Automation Private Limited, Shaurya Aeronautics Private Limited,Shreegee Impex Private Limited, Shreya Life Sciences Private Limited. এর আগে, বুধবার Ascent Aviation India Private Limited, Mask Trans, TSMD Global Private Limited, Futrevo নামের চারটি সংস্থাকে নিষিদ্ধ করে আমেরিকা।
আমেরিকা এবং রাশিয়া, দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে ভারতের। সামরিক অস্ত্রশস্ত্র আমদানির ক্ষেত্রে রাশিয়ার উপর বহুকাল নির্ভরশীল ছিল ভারত। সম্প্রতি আমেরিকার সঙ্গেও হাত মিলিয়েছে দিল্লি। কিন্তু পর পর ভারতীয় সংস্থাকে আমেরিকা যেভাবে নিষিদ্ধ করে চলেছে, সেই নিয়ে কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। কূটনৈতিক স্তরে দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনার উদ্যোগ শুরু হয়েছে কি না, তা নিয়েও কিছু পরিষ্কার ভাবে জানানো হয়নি।