Electric Theft: ১২ বছর ধরে 'অবৈধভাবে' বিদ্যুৎ চুরি এই নেতার! ৫৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
Uttar Pradesh News: বিদ্যুৎ দফতরের তরফে বলা হয়, 'তদন্ত করে ধরা পড়েছে ২০১২ সাল থেকে বিদ্যুৎ ব্যবহার করলেও কোনও মিটার বসানো হয়নি।'
লখনউ: এক-দুই দিন নয়, বছরের পর বছর ধরে বিদ্যুৎ চুরি। প্রায় এক যুগ অর্থাৎ ১২ বছর ধরে চোখ এড়িয়েই বিদ্যুৎ চুরি করে যাচ্ছিলেন ওই নেতা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। যাঁর নামে এত বড় অভিযোগ তিনি সমাজবাদী পার্টির প্রাক্তন সভাপতি। শুক্রবারই ধরা পড়েছেন ওই নেতা।
পুলিশ সূত্রে খবর, ওই নেতার বিরুদ্ধে ৫৪ লক্ষ টাকার ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নবীন গৌতম বলেছেন ২০ অক্টোবর ওই নেতা ফিরোজ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তিনি বলেন, ২০ অক্টোবর হায়াতনগরে ওখানে বিদ্যুৎ দফতরের তরফে ইনস্পেকশন করা হয়। সেই সময় ধরা পড়ে ঘটনাটি। ফিরোজ খানের প্রাইভেট অফিসে দেখা যায় বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ রয়েছে।
থানায় ওই নেতার বিরুদ্ধে বিদ্যুৎ চুরি (Anti-Power Theft)-র অভিযোগ দায়ের হয়েছে। ২০০৩ এর ইলেক্ট্রিসিটি আইন ১৩৫ ধারা অনুযায়ী ফিরোজ খানের বিরুদ্ধে এফআইআর করা হয়। বিদ্যুৎ দফতরের তরফে বলা হয়, 'তদন্ত করে ধরা পড়েছে ২০১২ সাল থেকে বিদ্যুৎ ব্যবহার করলেও কোনও মিটার বসানো হয়নি। সরকারিভাবে কোনও বিদ্যুৎ ব্যবহার করার নথিও নেই। তদন্ত শেষে ওই ব্যক্তির উপর ৫৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
আরও পড়ুন, বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়! 'দুবেলা খাব কী'? চিন্তায় কৃষকরা
ইতিমধ্যেই ফিরোজ খানকে নোটিস দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে। সংবাদসংস্থা এনডিটিভি সূত্রে খবর, পিটিআইকে একটি বিবৃতিতে ফিরোজ খান জানিয়েছেন, আমার জেনারেটর আছে। সেই বিদ্যুৎই ব্যবহার করা হয়। তিনি এও জানান যে, এই ধরনের কেস করা হচ্ছে একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গতকাল সারাদিনের বৃষ্টিতে বিদ্যুতের তার আর রাস্তায় জমা জলে মরণ-ফাঁদ।ভবানীপুরে জাস্টিস দ্বারকানাথ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। CESC-র দাবি, একজন গ্রাহক বাড়ির আলোক সজ্জার জন্য মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নেন, টানা তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা।
দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগের বলি ১৬ বছরের কিশোর। গতকাল বাড়ির উঠোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাথরপ্রতিমার শ্রীধরনগরের বাসিন্দা দশম শ্রেণির ছাত্র শুভজিৎ দাসের। গতকাল ওই এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল। তার জেরে গাছের ডাল ভেঙে পড়ে। উঠোনে পড়ে থাকা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে স্কুলছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে