Uttarakhand Tunnel Rescue Live Updates: উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই উদ্ধার সম্ভব
Uttarkashi Tunnel Collapse Live: বৃহস্পতিবার সকালের মধ্যেই সকলকে উদ্ধার করে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
LIVE

Background
Uttarkhand Rescue Operations Live: সুড়ঙ্গ খোঁড়ায় ফের সমস্যা, যন্ত্রের সমস্যায় আপাতত থমকাল ড্রিলিং
সুড়ঙ্গ খোঁড়ায় ফের সমস্যা। যন্ত্রের সমস্যায় আপাতত থমকাল ড্রিলিং। যে প্ল্যাটফর্মের উপর বসানো হয়েছে যন্ত্রপাতি, তাতে সামান্য ফাটল দেখা যায় থমকেছে কাজ।
Uttarkhand Rescue Operations Update: চলছে উদ্ধারকাজ, দ্রুত উদ্ধার করা যাবে শ্রমিকদের, আশা জাগাচ্ছেন উদ্ধারকারীরা
চলছে উদ্ধারকাজ। টানেল খুঁজে পাইপ বসাতে সময় লাগছে। দ্রুত উদ্ধার করা যাবে শ্রমিকদের, আশা জাগাচ্ছেন উদ্ধারকারীরা।
Uttarkhand Rescue Operations Live: উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই উদ্ধার সম্ভব
সিল্কিয়ারার দিক থেকে মোট ১০টি পাইপ ঢোকানো হচ্ছে। এর মধ্যে ৯টি পাইপ ঢোকানোর কাজ শেষ হয়েছে। এর জন্য আরও কিছুটা সময় লাগবে। উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে।
Tunnel Rescue Operation: আজকেই কি উদ্ধার করা যাবে টানেলে আটকে থাকা ৪১ জনকে?
আর বাকি সামান্য রাস্তা। আজকেই কি উদ্ধার করা যাবে টানেলে আটকে থাকা ৪১ জনকে।
Uttarkhand Rescue Operations Live: এদিনই টানেলের ৪৮ থেকে ৫১ মিটার জায়গা কাটতে গিয়ে মেশিন বিকল হয়ে যায়
এদিনই টানেলের ৪৮ থেকে ৫১ মিটার জায়গা কাটতে গিয়ে মেশিন বিকল হয়ে যায়। এর আগে গতকাল রাতেও ধস-বিধ্বস্ত টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করে। ভোরে NDRF ওই ইস্পাত এবং লোহা কাটার পর, ফের শুরু হয় টানেল বসিয়ে পাইপ ঢোকানোর কাজ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
