Uttarakhand Tunnel Rescue Live Updates: উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই উদ্ধার সম্ভব
Uttarkashi Tunnel Collapse Live: বৃহস্পতিবার সকালের মধ্যেই সকলকে উদ্ধার করে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Background
দেহরাদূণ: নয় নয় করে ১২ দিন ধরে ধসে পড়া সুড়ঙ্গের (Uttarkhand Tunnel Collapse) অন্দরে। উত্তরাখণ্ডে (Uttarakhand) জোরকদমে চলছে উদ্ধারকার্য। (rescue operation) এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে ৪১ জন শ্রমিক। কিন্তু উদ্ধারকারী এবং তাঁদের মধ্যে ব্যবধান মাত্র কয়েক মিটারের। তাই বৃহস্পতিবার সকালের মধ্যেই সকলকে উদ্ধার করে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
Uttarkhand Rescue Operations Live: সুড়ঙ্গ খোঁড়ায় ফের সমস্যা, যন্ত্রের সমস্যায় আপাতত থমকাল ড্রিলিং
সুড়ঙ্গ খোঁড়ায় ফের সমস্যা। যন্ত্রের সমস্যায় আপাতত থমকাল ড্রিলিং। যে প্ল্যাটফর্মের উপর বসানো হয়েছে যন্ত্রপাতি, তাতে সামান্য ফাটল দেখা যায় থমকেছে কাজ।
Uttarkhand Rescue Operations Update: চলছে উদ্ধারকাজ, দ্রুত উদ্ধার করা যাবে শ্রমিকদের, আশা জাগাচ্ছেন উদ্ধারকারীরা
চলছে উদ্ধারকাজ। টানেল খুঁজে পাইপ বসাতে সময় লাগছে। দ্রুত উদ্ধার করা যাবে শ্রমিকদের, আশা জাগাচ্ছেন উদ্ধারকারীরা।






















