Valentine's Day 2024: ভ্যালেন্টাইন ডে থেকে ৩ দিন বন্ধ থাকবে মদের দোকান ! কোথায় আর কেন জানেন ?
Liquor Ban: ভালবাসার সপ্তাহে মদের দোকান বন্ধ। তাও আবার এক-দুদিন নয়। টানা তিনদিন। ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ১৭ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত। কিন্তু কেন জানেন ?
Liquor Ban: ফেব্রুয়ারি মাস যেন প্রেমের মাস। মাস পড়লেই সারাটা দিন ভালবাসার কথা। মাস জুড়েই ভালবাসার সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে'তে (Valentine's Day 2024) আপনি যখন প্রেমিকাকে কী উপহার দেবেন তা নিয়ে ভাবছেন, ঠিক তখনই যদি শোনেন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি থেকে তিনদিন টানা বন্ধ থাকবে মদের দোকান, কী মনে হবে ? মুভি ডেট, পার্টির সঙ্গে মদ্যপান কি বাদ (Liquor Ban) পড়বে তবে ? এমনই ঘোষণা করল বেঙ্গালুরু প্রশাসন। বেঙ্গালুরুতে ৩ দিন বন্ধ থাকবে মদের দোকান। কিন্তু কেন ?
জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি (Valentine's Day 2024) থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরুর বিধান পরিষদের উপনির্বাচন চলবে আর তার সঙ্গে রয়েছে বেঙ্গালুরু শিক্ষক সংবিধানী সভা, মূলত সেই কারণেই এই তিনদিন মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে থেকে বন্ধ থাকবে মদের দোকান
১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে শুরু করে ১৭ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বেঙ্গালুরুতে বন্ধ থাকবে মদের দোকান (Liquor Ban)। পুলিশ কমিশনারেট জুরিসডিকশনের অধীনে পড়ে এমন অঞ্চল বাদে শহরের সর্বত্র এই ঘোষণা প্রচার করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বেঙ্গালুরু আর্বানের ডেপুটি কমিশনার কেএ দয়ানন্দ এই নিষেধাজ্ঞা জারি করেছেন বলে জানা গিয়েছে।
সাতটি বিধানসভা নির্বাচনী এলাকা থেকে শিক্ষকেরা তাদের ব্যালটের মাধ্যমে বিধান পরিষদ গঠন করবেন বলে জানা গিয়েছে। এই অঞ্চলের মধ্যে রয়েছে ইয়েলাহাঙ্কা, বাটারায়নপুর, যশবন্তপুর, দশরহাল্লি, মহাদেবপুর, দক্ষিণ বেঙ্গালুরু এবং আনেকাল। ইতিমধ্যেই সারা শহরে কোড অফ কনডাক্ট জারি হয়ে গিয়েছে। ২৩ ফেব্রুয়ারি অবধি চলবে এই কোড অফ কনডাক্ট। জানা গিয়েছে, কর্ণাটক আবগারি নীতি, ১৯৬৭-র ১০ (বি) ধারার অধীনে এই নিয়ম কার্যকর করা হয়েছে। যে কোনোরকম আবগারি কেনা-বেচা নিষিদ্ধ এই নির্দিষ্ট দিনগুলিতে এবং এই দিনগুলিকে সরকারিভাবে 'ড্রাই ডে' (Liquor Ban) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভ্যালেন্টাইনস ডে'র ইতিহাস
এই বিশেষ দিন উদযাপন করা হয় আদপে সেন্ট ভ্যালেন্টাইন নামের এক ধর্মযাজকের মৃত্যুদিনে। সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস খ্রিস্টান প্রেমিক-প্রেমিকাদের গোপনে বিয়ে করার অনুমতি দেওয়ার জন্য ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুবার্ষিকীই পালিত হয় ভ্যালেন্টাইন ডে বা ভ্যালেন্টাইন সপ্তাহ হিসেবে। ৭ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই ভালবাসার সপ্তাহ।
আরও পড়ুন: Viral News: ঝাঁ চকচকে বন্দে ভারতের খাবারে মরা আরশোলা ! কী সাফাই IRCTC-এর