এক্সপ্লোর
'দূষণে লাগাম, করোনাকে ধন্যবাদ’, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার, তীব্র সমালোচিত বিদ্যা বালন
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে সারা বিশ্বই। মারণ এই ভাইরাসের মোকাবিলায় কার্যত থমকে গিয়েছে বিভিন্ন দেশের স্বাভাবিক জনজীবন। অনেক জায়গাতেই ঘরবন্দি সাধারণ মানুষ। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন।

মুম্বই: করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে সারা বিশ্বই। মারণ এই ভাইরাসের মোকাবিলায় কার্যত থমকে গিয়েছে বিভিন্ন দেশের স্বাভাবিক জনজীবন। অনেক জায়গাতেই ঘরবন্দি সাধারণ মানুষ। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। ইনস্টাগ্রামে বিদ্যার শেয়ার করা ভিডিওতে করোনাভাইরাস আতঙ্কে পরিবহণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এজন্য পরিবেশে দূষণ কমেছে বলে ভিডিওতে মন্তব্য করা হয়েছে। ওই ভিডিওতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই পরিবেশ দূষণের সমস্যার দিকে খেয়াল রাখার বার্তা দিচ্ছিল, আমরা তা কর্ণপাত করিনি। বিদ্যার এই ভিডিও শেয়ার করার সমালোচনায় সরব নেটিজেনদের একাংশ। তাঁদের মধ্যে একজন কড়া ভাষায় লিখেছেন, আপনার পরিচিত কেউ আক্রান্ত হলেও কি এভাবেই ভাইরাসকে ধন্যবাদ জানাবেন। অন্য একজন বলেছেন, এই ভিডিও অনুভূতিহীনতার চূড়ান্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















