Vienna terror attack: তীব্র নিন্দা মোদির, ভিয়েনা হামলার বিরুদ্ধে সরব গোটা বিশ্ব
অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের ৬টি জায়গায় হামলা চালায় জঙ্গিরা
ভিয়েনা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জঙ্গি হামলার ঘটনার নিন্দায় সরব বিশ্ব। আত্মঘাতী জঙ্গি হামলার কঠোর নিন্দা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এক এক করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনার বার্তা।
হামলার তীব্র নিন্দা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন, ভিয়েনায় ভয়াবহ সন্ত্রাস হামলায় তিনি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। এই মর্মান্তিক সময়ে ভারত অস্ট্রিয়ার পাশে থাকছে। আমার সমবেদনা নিহত এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে।
Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020
সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র এক বিবৃতি জারি করে বলেছেন, ভিয়েনা হামলার ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন মহাসচিব। তিনি গোটা বিষয়টির ওপর নজর রাখছেন। এই হামলার তীব্র নিন্দা করে করে অস্ট্রিয়া প্রশাসন ও সেদেশের মানুষের প্রতি সমবেদনা ও সহমর্মিতা পোষণ করেছেন।
I’m following with grave concern the violent attacks of terror in Vienna, one of our UN HQ.
I condemn these attacks in the strongest possible terms and reaffirm the @UN's solidarity with the people & Government of Austria. https://t.co/WQfbKhsMg6 — António Guterres (@antonioguterres) November 3, 2020
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ ট্যুইটারে লিখেছেন, অস্ট্রিয়াবাসীর এই শোক ও বিহ্বলতা আমরা বুঝতে পারছি। ফ্রান্সের পর আরেক বান্ধব রাষ্ট্রের ওপর হামলা হল। এটা আমাদের ইউরোপ। শত্রুদের জানা উচিত, ওরা কাদের চ্যালেঞ্জ করছে। আমরা ছাড়ব না।
Nous, Français, partageons le choc et la peine du peuple autrichien frappé ce soir par un attentat au cœur de sa capitale, Vienne. Après la France, c’est un pays ami qui est attaqué. C’est notre Europe. Nos ennemis doivent savoir à qui ils ont affaire. Nous ne céderons rien.
— Emmanuel Macron (@EmmanuelMacron) November 2, 2020
ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে বলেন, ইউরোপ এই ন্যক্কারজনক ঘটনার কঠোর নিন্দা করছে। হামলায় নিহত ও ভিয়েনাবাসীকে আমার সমবেদনা। আমরা অস্ট্রিয়ার পাশে আছি।
Europe strongly condemns this cowardly act that violates life and our human values.
My thoughts are with the victims and the people of #Vienna in the wake of tonight’s horrific attack. We stand with Austria @sebastiankurz — Charles Michel (@eucopresident) November 2, 2020
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ভিয়েনার এই ভয়াবহ হামলায় আমি শোকাহত। ট্যুইটারে তিনি লেখেন, অস্ট্রিয়াবাসীর পাশে রয়েছে ব্রিটেন। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
I am deeply shocked by the terrible attacks in Vienna tonight. The UK’s thoughts are with the people of Austria - we stand united with you against terror.
— Boris Johnson (@BorisJohnson) November 2, 2020
রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা এই হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অস্ট্রিয়া প্রশাসনের যোগাযোগ বজায় রাখছে ভিয়েনায় রুশ দূতাবাস। তাদের প্রতি আমরা সমব্যথী। হামলায় নিহতদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, সোমবার রাতে (স্থানীয় সময়) মুম্বইয়ের ধাঁচে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আত্মঘাতী জঙ্গি হামলা হয়। অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বেশ কয়েকজন। অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের ৬টি জায়গায় হামলা চালায় জঙ্গিরা।
বেশ কয়েকজনকে তারা পণবন্দি করে ফেলে। জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে নিহত এক পুলিশ কর্মীও।গুলির লড়াই চলাকালীন এক জঙ্গিরও মৃত্যু হয়। তার শরীরে বাঁধা ছিল বিস্ফোরক।
গোটা শহরে আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে ভিয়েনা পুলিশ। গণ পরিবহণ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অস্ট্রিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী কার্ল নেহাম্মের জানিয়েছেন, বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও এক হামলাকারীর খোঁজ চলছে।
অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ হামলার তীব্র নিন্দা করে মোকাবিলায় নিজেদের জীবন বিপন্ন করার জন্য বিপর্যয় মোকাবিলা পরিষেবার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি।