Viral Video: রানওয়েতে ছুটতেই বিমানের ডানায় আগুন! 'প্লিজ বেরতে দিন', আর্তনাদ যাত্রীদের
Flight on Fire: নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রবিবার জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড়ানের সময় হিউস্টন থেকে নিউইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়।

হিউস্টন: দিন কয়েকের মধ্যে পর পর বিমান দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। বিমান যাত্রার আতঙ্কের মধ্যেই ফের ভয়াবহ ঘটনা মার্কিন মুলুকে। রানওয়ে দিয়ে ছুটে টেক অফের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই ভয়াবহ আগুন লেগে যায় বিমানের উইংসে। সেই আগুনের শিখা যাত্রীদের চোখে পড়তেই তুলকালাম কাণ্ড শুরু হয় বিমানের অভ্যন্তরে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রবিবার জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড়ানের সময় হিউস্টন থেকে নিউইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়। রানওয়েতে ট্যাক্সিং করার সময়ই বিমানের ডানা থেকে আগুনের শিখা দেখা যায়। এরপর হুড়োহুড়ি শুরু হয়ে যায় বিমানের মধ্যে। যাত্রীদের কেউ কেউ কাঁদতে শুরু করেন, কেউ কেউ আর্তনাদ করতে থাকেন। বিমানের বাইরে বেরনোর আর্জি করতে থাকেন।
যদিও হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট (এইচএফডি) জানিয়েছে যে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক যাত্রী কাকুতি মিনতি করছে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য। অনেকেই আর্তনাদের স্বরে বলে উঠছে, 'প্লিজ আমাদের বেরতে দিন'। চিৎকার-আর্তনাদে বিমানের অভ্যন্তরে তখন ভয়ঙ্কর পরিস্থিতি। তা ধরা পড়েছে ওই ভাইরাল ভিডিওতে।
A United Airlines flight from Houston to New York had to be evacuated after it caught fire during takeoff, according to the FAA.
— Breaking Aviation News & Videos (@aviationbrk) February 2, 2025
The FAA says that the crew of United Airlines Flight 1382 had to stop their takeoff from George Bush Intercontinental/Houston Airport due to a… pic.twitter.com/w0uJuvBdan
নিউইয়র্কের পোস্টের প্রকাশিত রিপোর্ট অনুসারে ওই বিমানে তখন ১০৪ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নিয়ে আতঙ্কিত মার্কিন মুলুকের বাসিন্দারা। মর্মান্তিক দুর্ঘটনায় ওই এলাকার বহু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে এর দু'দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান জাতীয় বিমানবন্দরের কাছে একটি আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে মাঝ আকাশে হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের পর বিমান ও হেলিকপ্টার দুটোই ভেঙে নদীতে পড়ে যায়। বিমানটি বিমানবন্দরে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
