Balasore Train Accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট কোহলির
Odisha Train Accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্য়েই মৃতের সংখ্য়া ২৩৮ পার করে গিয়েছে।
লন্ডন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় (Balasore Train Accident) কেঁপে গিয়েছে গোটা দেশ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে শোকজ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি (Virat Kohli) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তা দেন বিরাট।
তিনি লেখেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনার কথা শুনে আমি মর্মাহত। যেসব পরিবাররা নিজেদের প্রিয়জনদের হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আর যারা আহত, আশা করব তাঁরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।'
Saddened to hear about the tragic train accident in Odisha. My thoughts and prayers go out to the families who lost their loved ones and wishing a speedy recovery to the injured.
— Virat Kohli (@imVkohli) June 3, 2023
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহও (Yuvraj Singh) শোকবার্তা দিয়েছেন। তিনি লেখেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আমার তরফে সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করছি।' যুবরাজের মতো তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) শোকবার্তা দিয়েছেন। তিনি লেখেন, 'ওড়িশার ঘটনায় আমি মর্মাহত। ঈশ্বর আহতদের পরিবারকে শক্তিপ্রদান করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গোটা দেশ আপনাদের পাশে আছে।'
I offer my deepest condolences to the families of all those who lost their life in the #Odisha train mishap 🙏🏻 my prayers for the quick recovery of the injured #CoromandelExpress
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 2, 2023
Devastated by the loss of lives in Odisha. May god give strength to the families of victims. Wishing speedy recovery to those injured. Nation stands with you.
— Gautam Gambhir (@GautamGambhir) June 3, 2023
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৬১ জনের প্রাণ হারনোর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে সাহায্যের জন্য কলকাতা থেকে চিকিৎসক, চিকিৎসার নানা সরঞ্জাম পাঠানো হচ্ছে। সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে রওনা হয় বিশেষ ট্রেন। এই ট্রেনেই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুর্ঘটনাস্থলে। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকেও ৪০ জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালেশ্বরে।
অবশ্য শুক্রবার সন্ধেয় এই দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁরাই একে একে আহত যাত্রীদের বার করে আনতে শুরু করেন। আহতদের নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। চাদরে মুড়ে বার করা হয় পরপর মৃতদেহ। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছোন উদ্ধারকারী দলের সদস্য়রা। আহত যাত্রীদের উদ্ধারের জন্য় রাজ্য় সরকার ২৫টি অ্য়াম্বুল্য়ান্স পাঠায়। এছাড়া কয়েকটি বাসও পাঠানো হয় উদ্ধারকাজের জন্য়।