এক্সপ্লোর
Advertisement
ভিভো নিয়ে আসছে ভি১৯ স্মার্টফোন
দাম হতে পারে ৩০,০০০-এর মধ্যে।
নয়াদিল্লি: ভিভো নিয়ে আসছে তাদের নয়া স্মার্টফোন ভি১৯। তবে করোনা সংক্রমণের জেরে লঞ্চিং পিছিয়ে গিয়েছে। প্রথমে লঞ্চিংয়ের তারিখ ছিল ২৬ মার্চ, পিছিয়ে হয় ৩ এপ্রিল। আর এখন লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে তাও।
যদিও যেটুকু শোনা যাচ্ছে, তাতে পরিষ্কার, এই ভি১৯-এর জবাব নেই। জেনে নিন, কী কী আছে এতে
স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর
ভি১৯-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর। রয়েছে ডুয়েল পাঞ্চহোল ক্যামেরা,ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো আর ২ মেগাপিক্সেল ডেথ সেনসর। সেলফির জন্য ডুয়েল পাঞ্চহোল কাটআউটে ৩২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গল লেন্স রয়েছে।
৪৫০০এমএইচ ব্যাটারি
ভি১৯-এ ৪৫০০এমএএইচ ব্য়াটারি রয়েছে, যা দিচ্ছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং। সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড পাই বেসড ফানটাচ ওএস ৯.২-র এই ফোনে কানেকটিভিটির জন্য রয়েছে ৪জি এলটিএ, ডুয়েল সিম, ওয়াই ফাই, ব্লুটুথ ৫.০ ও টাইপ সি-র মত ফিচার।
সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কিনলে মিলছে ১০ শতাংশ ক্যাশব্যাক। রয়েছে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারও। দাম হতে পারে ৩০,০০০-এর মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement