Mamata Banerjee: ‘কাউকে না কাউকে তো মুখ হতেই হবে’! খড়্গের নাম প্রস্তাব নিয়ে মমতা, EVM নয় ভিভিপ্যাটে গণনা চাইলেন
Mamata in Delhi: বাংলার প্রাপ্য বকেয়ার দাবিতে বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা।
নয়াদিল্লি: সকলকে চমকে দিয়েই কার্যত বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খড়্গের (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করেছেন তিনি। সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। দিল্লিতে থাকাকালীন এবার সেই নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, কাউকে না কাউকে তো মুখ হতেই হবে। তাই তিনিই খড়্গের নাম প্রস্তাব করেছেন। (Mamata in Delhi)
বাংলার প্রাপ্য বকেয়ার দাবিতে বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দি রায়, দোলা সেন, সৌগত রায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদারও মমতার সঙ্গে গিয়েছিলেন। সাক্ষাৎ সেরে বেরনোর পর I.N.D.I.A জোটের বৈঠকের প্রসঙ্গ উঠলে খড়্গের নাম প্রস্তাবের কথা মেনে নেন মমতা।
এদিন মমতা সংবাদমাধ্যমে বলেন, "আমি খড়্গেজির নাম প্রস্তাব করেছি। অরবিন্দ কেজরিওয়াল আমাকে সমর্থন করেছেন। বিরোধী জোটের মুখ তো চাই! কে মুখ হবেন, তা জানতে জান প্রত্যেকেই। তাই খড়্গেজির নাম প্রস্তাব করি আমি। উনি মুখ হলে ঠিকই আছে, কারও আপত্তি নেই তাতে।" মমতা খড়্গের নাম প্রস্তাব করায় নীতীশ কুমার অসন্তুষ্ট হয়েছেন বলেও খবর সামনে এসেছে। যদিও মমতার বক্তব্য, "নীতীশজি রেগে নেই। আমার কাছে তেমন ক্ষমতা নেই অন্তত।" দিল্লিতে দাঁড়িয়ে এদিন ইভইএম-এর পরিবর্ততে ১০০ শতাংশ ভোটগণনা ভিভিপ্যাটে করানোর দাবিও তোলেন মমতা।
এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন মমতা। মঙ্গলবার সেখানে I.N.D.I.A জোটের চতুর্থ বৈঠকে অংশ নেন। সনিয়া গাঁধী, রাহুল গাঁধীর উপস্থিতিতেই সেখানে কংগ্রেস সভাপতি খড়্গের নাম বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করেন। খড়্গে যদিও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে নারাজ। তাঁর মতে, আগে জেতা হোক, তার পর সিদ্ধান্ত গৃহীত হবে। তাঁর কিছু চাওয়ার নেই বলেও জানিয়ে দেন। কিন্তু বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনে এতদিন নরেন্দ্র মোদির প্রতিপক্ষ হিসেবে একেবারে উপরের দিকে যাঁদের নাম ছিল, মমতা তাঁদের মধ্যে অন্যতম ছিলেন। শরদ পওয়ার, নীতীশ কুমারকে নিয়েও কম চর্চা হয়নি। এমনকি 'ভারত জোড়ো যাত্রা'র পর রাহুলের গ্রহণযোগ্যতাকেও এগিয়ে রেখেছিলেন অনেকে। সেই আবহে মমতা খড়্গের নাম প্রস্তাব করায় বিরোধীরে মধ্যেকার সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও তাঁদের মধ্যে কোনও ঝামেলা, মতবিরোধ নেই বলে দাবি করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তিনি জানিয়েছেন, বিরোধীদের জোট একেবারে ঠিক রয়েছে। শীঘ্রই আসন সমঝোতা হয়ে যাবে। তার পর জোরকদমে প্রচার শুরু করে দেবে সব দল। ২০২৪ সালে I.N.D.I.A জোট জয়লাভ করবে বলেও দাবি করেন রাঘব। যদিও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বিরোধীদের কটাক্ষ করেছেন। তাঁর দাবি, বিরোধীদের জেতার কোনও প্রশ্নই ওঠে না।