(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election News 2021: ‘‘ফুচকা খাওয়ার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে’’ অমিত শাহকে আক্রমণ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জানান, ‘‘আসুন না ভোটের লড়াই লড়ব। ভয় দেখাবেন না। আমিও এই মাটিতে জন্মেছি। বলছে দিদি বাধ্য হবে, না হবে না। গলা কেটে ফেলব, কিন্তু আপনাদের সামনে মাথা নত করব না ৷’’ অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাল্টানোর ডাক দিলেন। পাল্টা বিজেপিতে খেলতে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝিলম করঞ্জাই, কলকাতা: কোচবিহারের সভায় বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন “দিদি শুধু ভাইপোর কল্যাণের কথা ভাবেন আর মোদfজী ভাবেন গরিব মানুষের কল্যাণের কথা।’’বৃহস্পতিবার আলিপুরের ‘উত্তীর্ণ’য় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-সহ ধর্মীয় সংগঠনের সম্মেলনে হাজির ছিলেন মমতা। সেখানে তিনি অমিতকে তীব্র ভর্ৎসনা করে মমতার মন্তব্য, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ সব মানায় না।’’
অমিত শাহের বুয়া ভাতিজা আক্রমণের জবাবে তাঁর ছেলের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর মতে, ‘‘খালি বুয়া-ভাতিজা? আপনার ছেলে কী করে? কী করে এত টাকা এল।’’
হুঁশিয়ারির পাল্টা শোনা গেল চ্যালেঞ্জের সুর। কোচবিহার থেকে হুঙ্কার দিলেন অমিত শাহ। কলকাতা থেকে সুর চড়িয়ে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ যেখানে বলেছেন, ‘‘বাংলার ভোট এ বার ঐতিহাসিক হতে চলেছে। মমতাদিদির দাঙ্গাবাজদের সামনে দাঁড়িয়ে আমাদের দলের কর্মীরা লড়বেন এবং জিতবেন। কোই মাই-কা-লাল কা হিম্মত নহি হ্যায় কে ভোট কো প্রভাবিত করে!’’
মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জানান, ‘‘আসুন না ভোটের লড়াই লড়ব। ভয় দেখাবেন না। আমিও এই মাটিতে জন্মেছি। বলছে দিদি বাধ্য হবে, না হবে না। গলা কেটে ফেলব, কিন্তু আপনাদের সামনে মাথা নত করব না ৷’’ অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাল্টানোর ডাক দিলেন। পাল্টা বিজেপিতে খেলতে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘‘মমতা সরকারকে ছুঁড়ে ফেলে দিন। দিদি বলছে কীসের পরিবর্তন যাত্রা! এটা আসলে পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে পরিবর্তন যাত্রা। কোনও মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে বদলাতে এই পরিবর্তন যাত্রার ডাক নয়, বাংলার সমগ্র পরিস্থিতি বদলাতেই এই পরিবর্তন যাত্রা। দিদি শুধু ভাইপোর কল্যাণের কথা ভাবেন আর মোদীজী ভাবেন গরীব মানুষের কল্যাণের কথা।’’ কোচবিহারের সভায় এমনটাই বলেন অমিত শাহ ৷ তৃণমূলনেত্রীর জবাব, ‘‘আসুন খেলা হয়ে যাক। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একদিকে আপনারা, একদিকে আমরা। খেলায় আপনাদের হারাব। আমাকে ধমকালে আমি গর্জাই। ওরা গর্জালে আমি বর্ষাই৷’’
আগামী বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসে সরকার গড়বে বলে দাবি করেন অমিত। তৃণমূলনেত্রী তার পাল্টায় কটাক্ষ করে বলেন, ‘‘ফুচকা খাওয়ার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে।’’