এক্সপ্লোর
Advertisement
Delhi Election: যথাসাধ্য চেষ্টা করেছি, সম্ভবত, রাজ্যের মানুষকে আমরা বোঝাতে পারিনি, বললেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর
দুদশক বাদে দিল্লি দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। আপ জানিয়েছিল, তারা ভোট চাইবে গত ৫ বছরের কাজের ভিত্তিতে।
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা ভোটে দল হার মেনে নিয়েছে বলে জানালেন। পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে ২০১৯ এর নির্বাচনে জয়ী বিজেপির গৌতম গম্ভীর রাজধানীর মসনদে পরপর তৃতীয়বার আসীন হতে চলেছে অরবিন্দ কেজরিবালের আমআদমি পার্টি (আপ)। প্রাক্তন ক্রিকেটার গম্ভীর দলের একাধিক হেভিওয়েট প্রার্থীর পিছিয়ে পড়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, দিল্লি ভোটের ফল আমরা মেনে নিচ্ছি। অরবিন্দ কেজরিবাল ও দিল্লির জনগণকে অভিনন্দন। সেইসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সম্ভবত, রাজ্যের মানুষকে আমরা বোঝাতে পারিনি। অরবিন্দ কেজরিবালের নেতৃত্বে দিল্লির উন্নয়ন হবে, আশা করব।
BJP MP from East Delhi, Gautam Gambhir: We accept #DelhiElectionResults and congratulate Arvind Kejriwal & the people of Delhi. We tried our best but, probably, we could not convince the people of the state. I hope Delhi develops under the chief ministership of Arvind Kejriwal. pic.twitter.com/GO4HG7s5fI
— ANI (@ANI) February 11, 2020
দিল্লিতে এবার তীব্র তিক্ততায় ভরা প্রচার চলেছে নির্বাচনকে কেন্দ্র করে। দুদশক বাদে দিল্লি দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। আপ জানিয়েছিল, তারা ভোট চাইবে গত ৫ বছরের কাজের ভিত্তিতে। আজ এখনও পর্যন্ত ভোটগণনায় যে গতিপ্রকৃতি দেখা যাচ্ছে, তাতে আপের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতা দখল নিশ্চিত। কংগ্রেস সম্ভবত খাতাই খুলতে পারছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement