এক্সপ্লোর
কলকাতায় আরও নামল পারদ, সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম
রাত বাড়তেই হিমেল-ভাব! ভোরের দিকে ঠাণ্ডা আমেজ! দিনের বেলায় তেমন গরম নেই! শুষ্ক আবহাওয়ায় রুক্ষ ত্বক! শুরু শীতের কাউন্টডাউন....

কলকাতা: কলকাতায় শীতের আমেজ। আরও নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের শুরুতেই ব্যাট হাতে তৈরি শীত।
বৃহস্পতিবার থেকেই নামতে শুরু করে পারদ। ভোরের বাতাসে হিমের পরশ। বেলা বাড়লে তা উধাও হলেও, সন্ধে নামতেই ফের শীত-শীত ভাব।
জেলাতেও পারদ পতন অব্যাহত। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার জেরে আপাতত শীতের আমেজ বজায় থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















