(Source: Poll of Polls)
WB Corona Cases: কলকাতায় ১ দিনে করোনা সংক্রমিত ৩৯৫৫, রাজ্যে মৃত্যু ১৩৬ জনের
দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৪১৯৭, ৪২জনের মৃত্যু।
কলকাতা: রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। রোজই রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্য়া। সংক্রমিতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে অনেক আগেই। সরকারি বুলেটিন অনুযায়ী, রাজ্যে শেষ ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে দশ লক্ষেরও বেশি মানুষ। সরকারি হিসেবে সংখ্য়াটা ১০,৭৩,৯৫৬ জন।
পাশাপাশি পরিসংখ্যান বলছে রাজ্যে টানা ১১ দিন করোনায় শতাধিক মানুষেক মৃত্যু হচ্ছে। রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৯৩ জন।
তবে আশার আলো এই যে, সামান্য হলেও বেড়েছে সুস্থতার হার। গতকালের হিসেব অনুযায়ী রাজ্যে করোনামুক্ত হয়েছিলেন ১৯ হাজার ১৮১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার ছিল ৮৬.৬৮ শতাংশ। আজকের হিসেবে ১ দিনে সুস্থ হয়েছেন ১৯,১৩১ জন এবং হার পৌঁছেছে ৮৬.৭৮ শতাংশ। বুলেটিন অনুযায়ী, সবমিলিয়ে রাজ্যে করোনা থেকে মুক্ত হয়েছেন ৯,৫০,০১৭ জন।
অন্যদিকে দৈনিক সংক্রমণ এবং সংক্রমিত হয়ে মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগণা। উত্তর চব্বিশ পরগণায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪১৯৭ জন। ৪২ জন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এরপরেই স্থান কলকাতার। এখানে একদিনে সংক্রমিত হয়েছেন ৩৯৫৫ জন, ৩৪ জনের মৃত্যু হয়েছে।