(Source: ECI/ABP News/ABP Majha)
‘ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী’, নন্দীগ্রামে রাজ্যপাল, ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’, কটাক্ষ তৃণমূলের
রাজ্যে ভোটের ফল প্রকাশের পর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এমন কোনও ঘটনা ঘটলে তা বরদাস্ত করা হবে না। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ব মেদিনীপুর ও কলকাতা: নন্দীগ্রামে গিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দামারির শ্যামাসুন্দরী চকে গিয়ে অটোয় চড়ে তিনি ঘুরে দেখেন ক্ষতিগ্রস্তদের বাড়ি। এর আগে হেলিপ্যাডে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যপালের এদিনের নন্দীগ্রাম সফর সম্পর্কে প্রতিক্রিয়ায় তৃণমূলের কটাক্ষ, ‘উনি গাঁয়ে মানে না আপনি মোড়ল’।
রাজ্যে ভোটের ফল প্রকাশের পর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এমন কোনও ঘটনা ঘটলে তা বরদাস্ত করা হবে না। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরইমধ্যে রাজ্যে হামলার শিকার হয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন রাজ্যপাল। যাঁরা আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ, তাঁদের সঙ্গে দেখা করছেন তিনি। এদিন নন্দীগ্রামে রাজ্যপাল বলেছেন, রাজ্য বর্তমানে করোনা ভাইরাস অতিমারী সংকট ও নজিরবিহীন ভোট-পরবর্তী হিংসার সম্মুখীন হয়েছে। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে হিংসার ঘটনার ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, হাজার হাজার মানুষকে এই হিংসার ফল ভুগতে হচ্ছে।
রাজ্যপালের দাবি, লোকজন বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে এবং সব ধরনের অমর্যাদা, হত্যা, ধর্ষণ, লুঠ ও তোলাবাজির শিকার হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে উঠেছে। রাজ্যপাল আশা প্রকাশ করেছেন, মুখ্যমন্ত্রী সমগ্র পরিস্থিতি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং সংশ্লিষ্টদের পুণর্বাসন, আস্থাবৃদ্ধি, ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করবেন। সেইসঙ্গে সমাজে যাতে কোনও বিভাজন না ঘটে তা নিশ্চিত করবেন মুখ্যমন্ত্রী।
গতকাল অসমের রানপাগলি শিবিরে যান রাজ্যপাল। সেখানে পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কিছু মানুষ আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সফর শুরু করেছেন রাজ্যপাল। তিনি কোচবিহারের মাথাভাঙা, শীতলকুচি, সিতাই ও দিনহাটায় গিয়েছিলেন। ওই এলাকাগুলি ঘোরার পর রাজ্যপাল বলেছিলেন যে, আক্রান্তদের দুঃখ কষ্ট শুনে চোখের জল বাধা মানেনি। ভোট-পরবর্তী এমন হিংসার কথা কল্পনাও করতে পারেননি তিনি। রাজ্যপাল সরাসরি মুখ্যমন্ত্রীর দিকেও অভিযোগের আঙুল তুলেছিলেন।
রাজ্যপালের এদিনের নন্দীগ্রাম সফরকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, বর্তমানে রাজ্য রাজনীতিতে হাস্যকর হয়ে উঠেছেন রাজ্যপাল। তাঁকে কেউ গুরুত্ব দেয় না। তৃণমূল তো নয়-ই, বিজেপিও নয়। রাজ্যপালের ভূমিকা অনেকটা গাঁয়ে মানে না আপনি মোড়লের মতো। তিনি বিজেপির হয়ে পথে নেমেছেন।