আগামীকাল সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ, বের হবে মেধাতালিকা
পর্ষদ সচিব জানান, পড়ুয়াদের হাতে দেওয়া হবে না মার্কশিট, নিতে আসতে হবে অভিভাবকদের..
কলকাতা: বুধবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বুধবার সকাল ১০টায় মাধ্যমিকের ভার্চুয়াল ফলপ্রকাশ হবে। করোনা আবহে ফলপ্রকাশের দিনই মার্কশিট বা সার্টিফিকেট হাতে পাবে না পরীক্ষার্থীরা।
মঙ্গলবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে। ফলপ্রকাশের আগের দিন পড়ুয়াদের আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, ২২ এবং ২৩ জুলাই মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে স্কুল থেকে। তবে, করোনার কথা মাথায় রেখে পরীক্ষার্থীরা মার্কশিট নিতে স্কুলে আসতে পারবে না। নথি দেখিয়ে স্কুল থেকে তা সংগ্রহ করতে হবে অভিভাবকদের। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, মার্কশিট সংগ্রহ করতে অভিভাবকদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রি নম্বর নিয়ে আসতে হবে।।
১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা হয়েছে। যেহেতু লকডাউনের আগেই সমস্ত পরীক্ষা শেষ হয়েছে তাই মাধ্যমিকে প্রকাশিত হবে প্রথম ১০টি স্থানের মেধাতালিকা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে abpananda.abplive.in ওয়াবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ফলপ্রকাশের দিন যেহেতু মার্কশিট পাওয়া যাবে না, তাই এবারের মাধ্যমিকের ফল কার্যত অনলাইন নির্ভর।
এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। অর্থাৎ, লকডাউনের আগেই, মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়ে যায়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০।
এদিকে, কালই সিবিএসই-র দশমের ফলপ্রকাশ। জানালেন মানবসম্পদ উন্নয়নমমন্ত্রী।
Education Loan Information:
Calculate Education Loan EMI