Bangladesh Protest Live: শেখ মুজিবুর রহমানের বাড়িতে ফের ভাঙচুর, শেখ হাসিনার ছবিতে আগুন, উত্তপ্ত বাংলাদেশ
Bangladesh Violence News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...
LIVE

Background
এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। সিইও দফতরের সামনে বিএলওদের একাংশ ও রাজনৈতিক দলগুলির বিক্ষোভ। শীঘ্রই সিইও দফতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে চিঠি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের।
২। খসড়া তালিকা প্রকাশের দিনই ধৃত ১৬ বাংলাদেশির নাম বাতিলের নির্দেশ FPRO-র। খতিয়ে দেখার পর নাম তুললে বিএলও, ইআরও, এইআরওকে শোকজের হুঁশিয়ারি কমিশনের।
৩। ওপার বাংলা থেকে আসা মতুয়াদের অনেকের নাম নেই ২০০২-এর তালিকায়। সিএএ-তে আবেদনেও হয়নি নিষ্পত্তি। এসআইআর আবহে উদ্বেগ বাড়ছে মতুয়াদের।
৪। মতুয়াদের হয়রানির আশঙ্কা বিজেপি বিধায়কের। শনিবার রানাঘাটে সভা প্রধানমন্ত্রীর। এসআইআর আত্মঘাতী , কটাক্ষ তৃণমূলের। নরেন্দ্র মোদির হাতেই মতুয়া, পাল্টা গেরুয়া শিবির।
৫। শ্যামপুকুর ও অশোকনগরে একই ভোটারের নাম। হিয়ারিংয়ের নোটিস যাওয়ার আগে এবার ১ জন ভোটারকে শোকজ নির্বাচন কমিশনের।
৬। খসড়া প্রকাশ হতেই গরমিলের অভিযোগ। কোচবিহারে তালিকায় মৃত ভোটার, বাগদায় নিখোঁজ অসংখ্য ভোটার। ইটাহারে এনুমারেশন ফর্ম পূরণের পরও নাম না থাকার অভিযোগ।
৭। নিউটাউনে ভস্মীভূত ঘুনি বস্তি। অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বিরুদ্ধে নোটিস জারির আগে তৃণমূলের কারসাজি, আক্রমণ অমিত মালব্যর। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা শাসক শিবির।
৮। প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' সম্বোধন ও রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের অভিযোগে কলকাতা পুরসভায় নিন্দা প্রস্তাবে তুঙ্গে সংঘাত। তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের বচসা।
৯। ২২ ডিসেম্বর বাবরি মসজিদের জমির কাছেই নতুন দল ঘোষণা, হুঙ্কার হুমায়ুন কবীরের। জমি দিতে বাধার অভিযোগ। বিজেপির সি টিম, ডি টিম, ব্রিগেডে করুন, কে বাধা দিয়েছে, পাল্টা কুণাল।
১০। মুর্শিদাবাদে হুমায়ুন-কাঁটার মধ্যেই তৃণমূলে ভাঙন। চোর জেলা পরিষদ বলে ইস্তফা তৃণমূলের সংখ্যালঘু সদস্যের। স্বাগত হুমায়ুন কবীরের। সরছে ভোটব্যাঙ্ক, কটাক্ষ বিজেপির।
Bangladesh News Live: খুলনা, রাজশাহিতে ২টি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করল ভারত
ফের অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব, পাথরবৃষ্টি, আগুন। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ, পাথরবৃষ্টি। চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের বাইরে বিক্ষোভ-অবস্থান। খুলনা, রাজশাহিতে ২টি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করল ভারত।
Bangladesh News Live: হামলার পাল্টা বিক্ষোভ! ত্রিপুরার আগরতলায়
হামলার পাল্টা বিক্ষোভ! ত্রিপুরার আগরতলায়, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের কার্যালয়ের উদ্দেশে মিছিল। মিছিল করল তিপ্রামোথা যুব সংগঠন YTF। মিছিল করতে গিয়ে পুলিশি বাধার মুখে তিপ্রামোথা নেতা-নেত্রী ও সমর্থকেরা। কার্যালয়ের ২০০ মিটার আগে ব্যারিকেড দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তিপ্রামোথা নেতা-নেত্রীরা।






















