WB News Live Updates: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস
Get the latest West Bengal News and Live Updates: গুলিকাণ্ডে আজ শীতলকুচিতে করা হবে ঘটনার পুনর্নির্মাণ।
LIVE
Background
গুলিকাণ্ডে আজ শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। করা হবে ঘটনার পুনর্নির্মাণ। যাচাই করা হবে মাথাভাঙা থানার অফিসারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যও, খবর সূত্রে।
রাজ্যে কার্যত ১৫ দিন লকডাউন। মালদার গাজোলে বিভিন্ন কোম্পানির কয়েক লক্ষ টাকার মদের বোতল চুরির অভিযোগ দোকান মালিকের। দোকানের শাটার, সিসিটিভি চুরির অভিযোগ। দোকান মালিক ও গাজোল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে গাজোল থানার পুলিশ।
রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই তৃণমূলের বিজয় উৎসব। জগৎবল্লভপুরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ঘটনা। ব্যান্ড-ডিজে বাজিয়ে মিছিল, শিকেয় করোনা বিধি। কেন ব্যবস্থা নিল না পুলিশ ? প্রশ্ন বিজেপির।
ভাটপাড়ার বারুইপাড়ায় বোমাবাজি, নিহত তৃণমূল কর্মী।বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ।প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে আগুন। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।
বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকায় শেষ হল মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ।টানেল বোরিং মেশিন উর্বি পৌঁছল বউবাজারে।চলতি বছরেই মাটির তলা থেকে তুলে আনা হবে ২টি টানেল বোরিং মেশিন।কেএমআরসিএলের তরফে বিজ্ঞপ্তি জারি।
WB News Live Updates: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস।সরকারি নিয়োগ নীতি সংক্রান্ত প্রস্তাবও মন্ত্রিসভায় পাস।কোভিড চিকিৎসায় স্যাটেলাইট সেন্টারের প্রস্তাব পাস।বিভিন্ন হাসপাতালের স্যাটেলাইট সেন্টারের প্রস্তাব পাস
WB News Live Updates: রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের
নারদকাণ্ডে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের।
WB News Live Updates: বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল, অভিযোগ কল্যাণের
বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল, অভিযোগ কল্যাণের। রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব তৃণমূল সাংসদ।
WB News Live Updates: ভোটে হেরে ঘুরপথে রাজ্য ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি, অভিযোগ কুণালের
নিজাম প্যালেসের বাইরে তৃণমূলের বিক্ষোভ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ট্যুইট রাজ্যপালের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, রাজ্যপাল প্ররোচনা দিচ্ছেন। তাঁর অভিযোগ, পুরো ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। ভোটে হেরে ঘুরপথে রাজ্য ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি।
WB News Live Updates: চারজনকে গ্রেফতারে খুশি, কিন্তু কেন নেই শুভেন্দু, প্রশ্ন ম্যাথু স্যামুয়েলের
যে ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশনে এই কেলেঙ্কারির সূত্রপাত, তাঁর প্রতিক্রিয়াও জানা গেছে। তিনি বলেছেন, সিবিআই চারজনকে গ্রেফতার করায় তিনি খুশি। কিন্তু গ্রেফতারদের মধ্যে শুভেন্দু অধিকারী নেই কেন।