WB News Live Updates: করোনা আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী, দেখতে হাসপাতালে গেলেন অভিষেক
Get the latest West Bengal News and Live Updates:করোনা আবহে পরীক্ষাতেও কেন্দ্র-রাজ্য ভিন্ন সুর। আইএসসি ও সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল। মোদির পৌরোহিত্যে বৈঠকে সিদ্ধান্ত। জুলাই-অগাস্টে কবে উচ্চমাধ্যমিক-মাধ্যমিক, আজ দিন ঘোষণা।

Background
কলকাতা :আলাপনকে নিয়ে অব্যাহত কেন্দ্র-রাজ্য সংঘাত। কলাইকুণ্ডায় মোদির বৈঠক এড়ানোয় শোকজ। বিপর্যয় মোকাবিলা আইনে কেন ব্যবস্থা নয়? তিনদিনের মধ্যে লিখিত জবাব তলব। বেআইনি নোটিস, পাল্টা তৃণমূল।
কর্মিবর্গ নয়, অবসর নেওয়ায় আলাপনের বিষয় এখন স্বরাষ্ট্রমন্ত্রকের এক্তিয়ারে। বিপর্যয় মোকাবিলা আইন ভাঙায় নোটিস। জবাব পেলে সিদ্ধান্ত।প্রয়োজনে অবসরকালীন সুযোগ-সুবিধায় বিধিনিষেধ, খবর সূত্রের।
শুভেন্দু থাকলে মোদির বৈঠক বয়কট করতে পারেন। ফোন করে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২৮ মে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ইতিহাসে কালো দিন। ট্যুইট রাজ্যপালের। অভব্য কথা বলছেন ধনকড়, পাল্টা সৌগত।
নিজের অহংয়ের জন্য শৃঙ্খলাভঙ্গকারী মুখ্যসচিবকে বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর দফতর ও ভারতীয় সংবিধানকে কলঙ্কিত করেছেন মমতা। ট্যুইট শুভেন্দুর। নারদ ছাড়া সব বিষয়ে কথা। শুভেন্দুকে গ্রেফতার করা উচিত। পাল্টা কুণাল।নারদ-মামলায় ফের নিজাম প্যালেসকাণ্ডের উল্লেখ। বিচারব্যবস্থায় চাপ তৈরির চেষ্টার অভিযোগ তুষার মেহতার। আগের ধর্নায় বিচারব্যবস্থা প্রভাবিত নয়, এখন কীভাবে যুক্তিসঙ্গত, পাল্টা প্রশ্ন বিচারপতির। আজ ফের শুনানি।
করোনা আবহে পরীক্ষাতেও কেন্দ্র-রাজ্য ভিন্ন সুর। আইএসসি ও সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল। মোদির পৌরোহিত্যে বৈঠকে সিদ্ধান্ত। জুলাই-অগাস্টে কবে উচ্চমাধ্যমিক-মাধ্যমিক, আজ দিন ঘোষণা।
West Bengal News Live : বীরভূমের নানুর-খয়রাশোল থেকে ৫ দুষ্কৃতী গ্রেফতার
বীরভূমের নানুর-খয়রাশোল থেকে ৫ দুষ্কৃতী গ্রেফতার। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। তৃণমূল নেতাদের উপর হামলার ছকেই জমায়েত, দাবি অনুব্রতর। পার্টি অফিসে অনেকেই আসে, দায় এড়িয়ে পাল্টা দাবি বিজেপির।
West Bengal News Live : হাসপাতালে অভিষেক-শুভ্রাংশু কথোপকথন
হাসপাতালে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে গিয়ে মুকুল-পুত্র শুভ্রাংশুর সঙ্গে অভিষেকের বেশ কিছুক্ষণ কথা হয়। সূত্রের খবর, অভিষেকের সৌজন্যে আপ্লুত, ঘনিষ্ঠমহলে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন শুভ্রাংশু রায়।






















