West Bengal News Live: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৮০৫, মৃত্যু ১১ জনের
Get the latest West Bengal News and Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও তথ্য থাকে না: দিলীপ ঘোষ
LIVE
Background
১০০ কোটি টিকাকরণে শক্তিশালী দেশ, বললেন মোদি। ৩৫ কোটি মানুষ টিকা পাননি। টিকার সার্টিফিকেটে মোদির ছবি, করোনায় মৃতদের সার্টিফিকেটে নয় কেন ? আক্রমণ মমতার।
কোভ্যাক্সিন নিয়ে পড়ুয়ারা বিদেশে যেতে না পারলেও নরেন্দ্র মোদি কী করে আমেরিকায় গেলেন ? কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেই কোভ্যাক্সিনে ? প্রশ্ন মমতার। আগে রাজ্য সামলান, কটাক্ষ বিজেপির।
রাজ্যে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। উত্তরপাড়া, উত্তর ২৪ পরগনা, আরামবাগের বিভিন্ন ওয়ার্ডে কনটেনমেন্ট জোন। জলপাইগুড়িতে প্রচার। ভ্যাকসিন নিলেও সতর্ক থাকুন, বার্তা মুখ্যমন্ত্রীর।
ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়। ভুগছিলেন জ্বরে, পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ। রয়েছেন দিল্লিতে, অবস্থা স্থিতিশীল।
জেলায় সেঞ্চুরি, কলকাতায় একশোর দোরগোড়ায় ডিজেল। লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম, ৩৩ পয়সা বেড়ে রাজ্যে ১০৯ টাকার গণ্ডি ছাড়াল পেট্রোল।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। দড়ি দিয়ে বাস টানলেন পরিবহণকর্মীরা। ট্যাক্স ডাকাতি, কটাক্ষ রাহুল গাঁধীর। ১৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পদযাত্রা কংগ্রেসের।
মূল্যবৃদ্ধির জ্বালায় জেরবার মানুষ। পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে, কারও ভ্রুক্ষেপ নেই। কেন্দ্রকে আক্রমণ মমতার। জিএসটির আওতায় আনতে প্রধানমন্ত্রীকে চিঠি দিন মুখ্যমন্ত্রী, খোঁচা সুকান্তর।
কাজের বরাত পাওয়া নিয়ে মেডিক্যাল কলেজের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় ধুন্ধুমার। দুই গোষ্ঠীর মধ্যে বোতল ছোড়াছুড়ি, চার রাউন্ড গুলি চলার অভিযোগ, আটক ৪। গুলি চলেনি, জানাল পুলিশ।
ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব। চলচ্চিত্র জগতের ব্যক্তিদের নিয়ে নাচানাচি। কোণঠাসা পুরনোরা। বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। যথেষ্ট গুরুত্ব, পাল্টা গেরুয়া শিবির।
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, গাড়ি ভাঙচুরের অভিযোগ। ত্রিপুরায় গেলেই শুধু মারধর, আহতের চিকিৎসাও হয় না। আক্রমণ মমতার। বাংলাতেই বেশি হিংসা, পাল্টা সুকান্ত।
তৃণমূলের নজরে গোয়া। বৃহস্পতিবার যাচ্ছেন মমতা। দায়িত্ব পেয়ে গোয়া গেলেন বাবুল, সঙ্গে সৌগত। গোয়ায় তৃণমূলের অস্তিত্ব নেই, পাল্টা চিদম্বরম। লাভ হবে না, কটাক্ষ বিজেপির।
উত্তরাখণ্ডে বিপর্যয়ে মৃত বেড়ে ৭৭। সুন্দরডুঙ্গা থেকে আরও ৫টি দেহ উদ্ধার। বাঙালি অভিযাত্রীদের দেহ ফেরাতে উদ্যোগ। কেদারনাথে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার পাইকপাড়ার বাঙালি পরিবার।
West Bengal News Live: রোগী ভর্তি না নেওয়ার অভিযোগে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে বচসা, ভাঙচুর
রোগী ভর্তি না নেওয়ার অভিযোগে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে বচসা, ভাঙচুর। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এক চিকিত্সক। পাল্টা তাঁর দিকে আঙুল তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
West Bengal News Live: বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির বিরোধিতা করে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী
বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির বিরোধিতা করে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যা থেকে স্বাস্থ্য সাথীর কার্ড প্রত্যাখ্যান নিয়ে বেসরকারি নার্সিংহোম-হাসপাতালের উদ্দেশে কড়া বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইংরেজবাজারে সাইকেল চোর সন্দেহে আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের কোঅর্ডিনেটর
মালদার ইংরেজবাজারে সাইকেল চোর সন্দেহে আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের কোঅর্ডিনেটর। ইংরেজবাজার থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয় গত ১৭ অক্টোবর। আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আরও ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
West Bengal News Live: পুরভোটের আগে জলপাইগুড়িতে প্রকাশ্যে বিজেপির ঘরোয়া কোন্দল
পুরভোটের আগে জলপাইগুড়িতে প্রকাশ্যে বিজেপির ঘরোয়া কোন্দল। দলে বেনোজল ঢুকেছে। না তাড়ালে পুরভোটে ভরাডুবি অনিবার্য, দাবি বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী ও বিজেপি কিষাণ মোর্চার প্রাক্তন জেলা সভাপতির। স্বার্থ চরিতার্থ করতে দলকে ব্যবহার, পাল্টা দাবি জেলা নেতৃত্বের। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
WB News Live Updates: হাবড়ায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক
তিনি নিখোঁজ বলে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল পোস্ট। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই, হাবড়ায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অতিরিক্ত পাম্প বসিয়ে জল সরানোর আশ্বাস দিয়েছেন তিনি। পোস্টের জেরেই নড়েচড়ে বসেছেন স্থানীয় বিধায়ক। দাবি বিজেপির। পাল্টা জবাব দিয়েছেন জ্যোতিপ্রিয়।