এক্সপ্লোর
Advertisement
সংখ্যা বাড়বে লোকাল ট্রেনের? আজ ভবানীভবনে রেল-রাজ্য বৈঠক
লোকালের চাকা গড়ালেও প্রথমদিনেই উধাও দূরত্ব বিধি। সংখ্যা বাড়লে তবেই রেহাই, মত যাত্রীদের। সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা করতে আজ ভবানীভবনে রেল-রাজ্য বৈঠক।
কলকাতা: লোকাল ট্রেন চালুর শুরুতেই হোঁচট! সকালে থাকলেও, বেলা বাড়তেই ট্রেনে উধাও সামাজিক দূরত্ব! একমাত্র ট্রেনের সংখ্যা বাড়লেই এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে। দাবি যাত্রীদের। বেশি সংখ্যায় ট্রেন চালানোর অনুরোধ মুখ্যমন্ত্রীরও। ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে আজ রেল ও রাজ্যের বৈঠক।
বুধবার সাড়ে সাত মাস পর রাজ্যে লোকাল ট্রেনের চাকা গড়ায়। ভোরের ট্রেনে সামাজিক দূরত্ব বজায় ছিল! কিন্তু অফিস টাইম শুরু হতেই তা উবে যায় কর্পূরের মতো! প্রথম দিনেই চেনা ভিড়ের ছবি ফিরল লোকালে! দরজায় বাদুড় ঝোলা ভিড়। মাস্ক পরা থাকলেও উধাও দূরত্ব বিধি। সিটের উপর দূরত্ব বজায় রাখতে সিটে ক্রস থাকলেও তার ওপরে বসে পরলেন যাত্রীরা। এখানেই শেষ নয়, চিরাচরিত কায়দায় এমনকি একজনের কোলে উঠে পড়লেন আরেকজন! অর্ধেকের জায়গায় উঠলেন কয়েকগুণ যাত্রী!
অফিস টাইমে সোনারপুর স্টেশন থেকে যখন শিয়ালদাগামী ক্যানিং লোকালে ওঠা গেল, তখন তাতে গিজগিজে ভিড়। মানুষকে প্রশ্ন করা হলে উত্তর, কী করব, ট্রেন বাড়ান। এর কিছুক্ষণ আগে হাওড়াগামী শ্রীরামপুর লোকালেও দেখা গেল একই ছবি! অফিস টাইমে বাদুড়ঝোলা ভিড়ের জন্য নামডাক আছে শিয়ালদা মেন শাখার। বুধবার ব্যারাকপুর স্টেশন থেকে ডাউন রানাঘাট লোকালে যখন আমাদের প্রতিনিধি উঠলেন, তখন ট্রেন ভিড়ে ঠাসা।
এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, কম ট্রেন চলায় মানুষের হয়রানিও হচ্ছে, আবার করোনা সংক্রমণের আশঙ্কাও বাড়ছে! প্রাক্তন রেলকর্তা সুভাষরঞ্জন ঠাকুর এদিন এবিপি আনন্দকে জানান, ট্রেনের সংখ্যা বাড়ালে সামান্য ভিড় কমবে।
এই পরিস্থিতিতে লোকাল ট্রেন বাড়ানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, প্রথম দিনের ছবি দেখার পর রেল কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
কলকাতা
Advertisement