এক্সপ্লোর
কাল লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ প্রধানমন্ত্রীর, সরাসরি দেখবেন কোথায়?
এবার করোনাভাইরাস সংক্রমণ আবহে অন্যবারের মতো আড়ম্বর হয়তো দেখা যাবে না। অনুষ্ঠান কিছুটা কাটছাঁট হতে পারে।

নয়াদিল্লি: আগামীকাল ৭৪-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে সরাসরি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাষণ ও প্রথামাফিক স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে জাতীয় সম্প্রচারকারী সংস্থা দূরদর্শনের পর্দায়। ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর সম্ভবত সকাল সাড়ে সাতটায় ভাষণ শুরু করবেন তিনি। ৪৫ থেকে ৯০ মিনিট বলতে পারেন তিনি। এবার করোনাভাইরাস সংক্রমণ আবহে অন্যবারের মতো আড়ম্বর হয়তো দেখা যাবে না। অনুষ্ঠান কিছুটা কাটছাঁট হতে পারে। প্রধানমন্ত্রীর ভাষণ দেখা যাবে প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)-র ইউটিউব চ্যানেলে। প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন এবিপি আনন্দ চ্যানেল ও ওয়েবসাইটেও এই লিঙ্কে ক্লিক করে https://bengali.abplive.com/live-tv
স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার সন্ধ্যা সাতটায় ভাষণ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তাও দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে সরাসরি দেখা যাবে।তিনি সম্ভবত প্রথমে হিন্দি,পরে ইংরেজিতে বলবেন। তাঁর ভাষণের পর জাতীয় সঙ্গীত ও ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের সেনানীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করবে গোটা দেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
খবর
জেলার
Advertisement
