এক্সপ্লোর
সঞ্জয় দত্ত থেকে ফরদিন খান, বলিউডের বহু অভিনেতার বিরুদ্ধে ড্রাগ যোগের অভিযোগ, কেন টার্গেট অভিনেত্রীরা
অতীতে দেখা গেছে সঞ্জয় দত্ত, ফরদিন খান, বিজয় রাজ, প্রতীক বব্বরের মতো অভিনেতাদের নাম মাদক যোগে জড়িয়েছে। তাই নানা মহলে প্রশ্ন, তাহলে এবার কেন শুধু অভিনেত্রীদেরই ডাকা হচ্ছে?

মুম্বই: বলিউডের মাদক যোগের তদন্তে জড়াচ্ছে একের পর এক অভিনেত্রীর নাম। অনেকেরই প্রশ্ন, স্রেফ হিরোইনদেরই নাম মাদক যোগে জড়াচ্ছে কেন? অভিনেতারা কি সন্দেহের ঊর্ধ্বে? এ নিয়ে চলছে বিতর্ক।
ড্রাগ তদন্তে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলিউডের হায়েস্ট পেইড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ফ্যাশন ডিজাইনার সিমোন খাম্বাটাকে। অর্থাৎ, এখনও পর্যন্ত বলিউডের ড্রাগ তদন্তে ডাক পড়েছে শুধুই মেয়েদের। আর এখানেই প্রশ্ন উঠছে, গোটা বলিউডে কি একজনও পুরুষ নেই, যাঁকে ড্রাগ যোগের তদন্তে ডাকা যায়? না কি ফের একবার পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতাই ফুটে উঠল? মহাভারতের ভীষ্ম, অভিনেতা মুকেশ খান্না পরিষ্কার প্রশ্ন করেছেন, শুধু হিরোইন কেন? হিরোরাও তো এই ইন্ডাস্ট্রিতে আছেন, স্রেফ হিরোইনদেরই নাম মাদক-যোগে জড়াচ্ছে কেন?
বলিউডে যেমন দীপিকা, সারা, শ্রদ্ধাদের নাম নিয়ে হইচই হচ্ছে, তখন একই ছবি দেখা গেছে কন্নড় ইন্ড্রাস্ট্রিতে। সেখানেও মাদক যোগে অভিনেত্রী সঞ্জনা গলরানি, রাগিণী দ্বিবেদীকে পুলিশ গ্রেফতার করেছে। এই প্রেক্ষাপটে বারবার প্রশ্ন উঠছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি অভিনেত্রীরাই সফট টার্গেট? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকন্যা সর্বাধিকারী যেমন বলছেন, হিসেব বলছে, অধিকাংশ অপরাধ পুরুষরা করে, ধর্ষণ ঘটে সবচেয়ে বেশি, অথচ এখানে দেখা যাচ্ছে দীপিকা - যিনি পুরুষের সমকক্ষ, ততটাই টাকা পান, দারুণ খ্যাতি, শ্রদ্ধা কিংবা সারা আলি খান এঁদের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে। এটা পুরুষতান্ত্রিক সমাজের একটা ফল, রিয়ার ক্ষেত্রেও একই ব্যাপার, সুশান্তকে বশ করেছে, কন্ট্রোল করেছে - এসব বলা হল, পুরুষতান্ত্রিকতার চরম।
অতীতে দেখা গেছে সঞ্জয় দত্ত, ফরদিন খান, বিজয় রাজ, প্রতীক বব্বরের মতো অভিনেতাদের নাম মাদক যোগে জড়িয়েছে। তাই নানা মহলে প্রশ্ন, তাহলে এবার কেন শুধু অভিনেত্রীদেরই ডাকা হচ্ছে? বলিউডে মহিলারা সফট টার্গেট কি না, এই বিতর্কের মধ্যেই অনেকের মনে পড়ে যাচ্ছে এ বছরের জানুয়ারি মাসে যখন দীপিকা পাড়ুকোন পড়ুয়াদের পাশে দাঁড়াতে জেএনইউ-তে গেছিলেন, সেই সময় মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মার একটি মন্তব্য। তিনি বলেছিলেন, দীপিকা যদি সফল অভিনেত্রী হতে চান, তাহলে তাঁর উচিত মহানায়ক অমিতাভ বচ্চনের থেকে শিক্ষা নেওয়া। অমিতাভ বচ্চন কোনওদিন মাতৃভূমি সম্পর্কে একটিও মন্তব্য করেন না। ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল নায়ক হওয়া সত্ত্বেও, কখনও কোনও মন্তব্য করেন না, কারণ তিনি জানেন সত্যিটা কী।
পিকুতে অমিতাভের সঙ্গেই অভিনয় করেছিলেন দীপিকা! যা তাঁর কেরিয়ারের এখনও পর্যন্ত অন্যতম সেরা ছবি হিসাবেই ধরা হয়! আর তাই এখন অনেকে কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, বিজেপি বিধায়কের কথামতো দীপিকা কি তাঁর সহ অভিনেতার থেকে বাস্তব জীবন সম্পর্কে কোনও শিক্ষা নেননি?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
