এক্সপ্লোর
কেন দিল্লির অশান্তিতে নিজের দলের বিধায়কের ওপরই ক্ষুব্ধ বিজেপি সাংসদ গৌতম গম্ভীর?
কপিলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে। গত রবিবার কপিল সময়সীমা বেঁধে দিয়ে দাবি করেন, সিএএ-বিরোধী প্রতিবাদীদের সরিয়ে দিয়ে রাস্তা অবরোধমুক্ত করতে হবে দিল্লি পুলিশকে।
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে অশান্ত, অগ্নিগর্ভ দিল্লির একাংশ। উত্তরপূর্ব দিল্লিতে হিংসা ছড়িয়েছে সিএএ-বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে। এপর্যন্ত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। জখম শতাধিক। তার মধ্যেই অশান্তির জন্য পরোক্ষে নিজের দলের বিধায়ক কপিল মিশ্রের দিকেই আঙুল তুললেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। কপিলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে। গত রবিবার কপিল সময়সীমা বেঁধে দিয়ে দাবি করেন, সিএএ-বিরোধী প্রতিবাদীদের সরিয়ে দিয়ে রাস্তা অবরোধমুক্ত করতে হবে দিল্লি পুলিশকে।
তাঁর হিন্দিতে করা ট্যুইটে বলা হয়, তিনদিন সময় দিচ্ছি দিল্লি পুলিশকে। তার মধ্যে জাফরাবাদ, চাঁদবাগের বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে দিতে হবে। এরপর আমাদের সঙ্গে আর কোনও কথা বলতে, যুক্তি দেখাতে আসবেন না। আমরা তাতে কর্ণপাত করব না। ট্যুইটে একটি ভিডিও পোস্ট করে মিশ্র লেখেন, ডোনাল্ড ট্রাম্প ভারতে থাকা পর্যন্ত আমরা শান্তি বজায় রাখব। তারপর রাস্তা পরিষ্কার না হলে কিন্তু পুলিশের কথাও শুনব না। রাস্তায় নামতে বাধ্য হব।
Kapil Mishra, BJP on violence in North East Delhi: I appeal to everyone to stop violence as it will not lead to any solution. Whether it is people who are supporting #CAA or those who are against it, I appeal everyone to maintain peace. Delhi's brotherhood should remain intact. pic.twitter.com/ImO2pjiuM2
— ANI (@ANI) February 24, 2020
এহেন বক্তব্যে সমালোচিত হয়ে অবশ্য সোমবার মিশ্র সুর বদলে দিল্লিবাসীকে শান্তি বজায় রাখা, হিংসা বন্ধ করার আবেদন জানান। বলেন, সবাইকে বলছি, হিংসা থামান। এতে কোনও সমাধান মিলবে না। সিএএ সমর্থনকারী বা বিরোধী, যে-ই হোন, প্রত্যেককে শান্তি বজায় রাখার আর্জি জানাই। দিল্লির ভ্রাতৃত্ব অটুট থাকা উচিত।
আজ গম্ভীর তা সত্ত্বেও প্রবল ক্ষোভের সুরে বলেন, কপিল মিশ্র বা অন্য কেউ, যিনিই হোন, তিনি যে দলেরই হোন, প্ররোচনামূলক কথা বললে তাঁর বিরুদ্ধে কঠোর ব্য়বস্থা নেওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement