Train News: একা পেয়েই মহিলার গায়ে হাত, শ্লীলতাহানির চেষ্টা, সম্মান বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ তরুণীর
Moving Train Escape: যৌন নির্যাতনের হাত থেকে নিজেকে বাঁচাতে ২৩ বছর বয়সী তরুণী ঝাঁপ দেন ট্রেন থেকে, যার ফলে মাথা ফেটে গুরুতর আহত হয় মহিলা

নয়া দিল্লি: মহিলা কামরাতেও নেই সুরক্ষা? সেই প্রশ্নই ফের উঠল। চলন্ত ট্রেনের কামরার ভিতর ধর্ষণের চেষ্টা! অভিযোগ, কামরার ভিতরে তরুণীকে এক পেয়ে ধর্ষণ করা চেষ্টা করে এক যুবক। দুষ্কৃতীর হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় ওই তরুণী। এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।
যৌন নির্যাতনের হাত থেকে নিজেকে বাঁচাতে ২৩ বছর বয়সী তরুণী ঝাঁপ দেন ট্রেন থেকে, যার ফলে মাথা ফেটে গুরুতর আহত হয় মহিলা। তবে বর্তমানে তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে সূত্র মারফত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানা এলাকায়। ইতিমধ্যেই জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে ২২ মার্চ রাত ৮.১৫ মিনিটে। ২৩ মার্চ দুপুর ১টায় রেলে অভিযোগ দায়ের হয়।
সূত্রের খবর, সেকেন্দ্রাবাদ থেকে একটি ট্রেনে ওঠে বছর তেইশের ওই তরুণী। ট্রেনটি মেডচলের দিকে যাচ্ছিল। ওই ট্রেনে যখন তরুণী ওঠে সেসময় আরও তিন জন মহিলা ওই কামরায় ছিল। তবে পরের স্টেশনে নেমে যায় তারা। তখই একটি অচেনা যুবক ওঠে কামরায়। কামরায় একা মহিলাকে দেখে তাঁকে কুপ্রস্তাব দেন যুবক। তরুণী সেই প্রস্তাবে রাজি না হলে ট্রেনের মধ্যেই তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। এই অবস্থায় যুবকের হাত থেকে রেহাই পেয়ে গুন্ডলা পোচামপল্লি স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তরুণী।
অভিযোগ, কামরায় তরুণীকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে ওই যুবক। নিজের প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেয় ওই মহিলা। ইতিমধ্যেই অচেনা যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মহিলার মাথা, মুখ, ঘাড়, ডান হাত এবং কোমরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে, যে ব্যক্তি তার উপর হামলা করেছে তাকে তিনি শনাক্ত করতে পারবেন। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৩১ (গুরুতর উস্কানি ব্যতীত অন্য কোনওভাবে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি) এবং ৭১ (পুনরাবৃত্ত অপরাধীদের শাস্তি) এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
