এক্সপ্লোর

World Environment Day: করোনাকালে বাড়ছে প্লাস্টিক বর্জ্য থেকে দূষণ, চিন্তায় পরিবেশবিদরা

লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের জীবনে ফেস শিল্ড, গ্লভস, পিপিই কিটের ব্যবহার বেড়েছে।

নয়াদিল্লি: করোনা পর্বে বাড়ছে প্লাস্টিক সহ চিকিৎসা সরঞ্জামের বর্জ্য। তার কারণ লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের জীবনে ফেস শিল্ড, গ্লভস, পিপিই কিটের ব্যবহার বেড়েছে। এই ব্যবহারের পর তাঁরা ফেলে দিচ্ছেন। প্রাথমিকভাবে হাসপাতালগুলিতে ব্যবহৃত হত। কিন্তু  এখন প্রতিদিনের জীবনের একটি অপরিহার্য অংশ।

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। উত্তরোত্তর প্লাস্টিক ব্যবহার বৃদ্ধির জেরে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন,  প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে আন্দোলনকে প্রতিহত করছে পরিস্থিতি। প্লাস্টিকের উপর নির্ভরশীলতা এবং চিকিৎসা সরঞ্জাম থেকে বর্জ্য তৈরি মহামারী পরিস্থিতিতে নতুন আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য, করোনাকালে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে পিপিই কিট। বাড়ির আবর্জনা সঙ্গে যোগ হয়েছে ফেস শিল্ড, সার্জিক্যাল মাস্ক। একইসঙ্গে স্যানিটাইজারের বোতল, গ্লভসও যোগ হয়েছে সেই তালিকায়। সব মিলিয়ে গত এক বছরের বেশি সময়ে প্লাস্টিক ব্যবহার বেড়েছে। প্লাস্টিকের বর্জ্য নিয়ে উদ্বেগ যেমন বাড়ছে তেমনই এই পরিস্থিতিকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট মহল। 

টক্সিক লিঙ্ক নামে একটি স্বেচ্ছাসেবি সংস্থার প্রতিষ্ঠাতা রবি অগ্রবাল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, মহামারী পরিস্থিতির একদম প্রাথমিক পর্ব থেকে প্লাস্টিক ব্যবহার বেড়েছে। এখন আমাদের লক্ষ্য প্লাস্টিক নয় বরং প্লাস্টিক ব্যবহার থেকে মুক্তির উপায় খোঁজাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, মাস্ক, পিপিই-র মতো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হওয়া সামগ্রী এখন বাড়িতে ব্যবহার করা হচ্ছে। এটা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমুদ্র সহ উপকূলবর্তী অঞ্চলে মাস্ক ছড়িয়ে রয়েছে তাও দেখা গিয়েছে। 

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলছে, করোনা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের পর ভারতে ৪৫ হাজার ২০৮ টন বর্জ্য তৈরি হয়েছে গত বছর জুন মাস থেকে চলতি বছর ১০ মে পর্যন্ত। প্রতিদিনের হিসেবে যা ১৩২ টন। করোনা পূর্বের তুলনায় ৬১৫ টন বায়ো মেডিক্যাল তথা চিকিৎসা সরঞ্জাম থেকে বর্জ্য বেড়েছে। শতকরার হিসেবে যা ১৭ শতাংশ। 



World Environment Day: করোনাকালে বাড়ছে প্লাস্টিক বর্জ্য থেকে দূষণ, চিন্তায় পরিবেশবিদরা
ছবি সৌজন্যে-পিটিআই

 

 বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি এবং হাসপাতাল থেকে শুধু করোনা সংক্রান্ত বর্জ্যই নয়, মহামারী পর্বে একজনও করোনা আক্রান্ত নয়, এমন বাড়িতেও বেড়েছে প্লাস্টিকের ব্যবহার। মূলত জরুরি পরিষেবা থেকে খাবার প্যাকেজিংয়ে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার। মূলত বায়ো মেডিক্যল বর্জ্যকে ৪ ভাগে ভাগ করা হয়। হলুদ (মানুষ, প্রাণী, মাটির মতো অত্যন্ত সংক্রামক বর্জ্য) লাল  (পাইপ, বোতল টিউব, সিরিঞ্জের মতো ডিসপোজেবল জিনিস থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য)  সাদা ( ইনজেকশন, সিরিঞ্জ,) নীল ( কাচ সহ ওষুধের শিশির মতো বর্জ্য)। কোভিড চিকিৎসা সরঞ্জাম থেকে বর্জ্যকে হলুদ তালিকাভুক্ত করা হয়। 

ভারতে প্রতিদিনের হিসেবে ৮০০ টন বর্জ্য বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নজর না দিয়ে অন্যদিক গুলিও খতিয়ে দেখা উচিত। সেন্টার ফর সায়েন্স এন্জ এনভারোমেন্টের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সিদ্ধার্থ সিংহ বলেন, কোভিড নয় এমন চিকিৎসা সরঞ্জাম থেকে বর্জ্যের পরিমাণ বেড়েছে।  এই সব ক্ষেত্রে বর্জ্য পুড়িয়ে ফেলা হচ্ছে। কিন্তু করোনার ক্ষেত্রে হচ্ছে না। তবে এই পোড়ানোর জন্য আবার বায়ু দূষণ বাড়ছে কি না তা স্পষ্ট নয় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 

উল্লেখ্য, গত বছর মে মাসে মহারাষ্ট্রের দূষণ নিয়ন্ত্রক পর্ষদ জানায়, বায়ো মেডিক্যাল থেকে ৪৫ শতাংশ বর্জ্য বেড়েছে। করোনার আগে প্রতিদিনের হিসেবে এই সংখ্যাটা ছিল ৬২ হাজার কিলো। করোনা পর্বে প্রতিদিন শুধু চিকিৎসা সরঞ্জাম থেকে তৈরি হচ্ছে ৯০ হাজার কিলো বর্জ্য। গত বছর জুলাই মাসে করোনা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য নিয়ে গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। একইসঙ্গে তারা বলে, বর্জ্য জমানো, তা নিষ্পত্তির সুবিধা সহ কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যাবে তা জানতে পরিবেশ মন্ত্রকের কাছে আবেদন করতে পারবে রাজ্যগুলি। সেন্টার ফর সায়েন্স এন্জ এনভারোমেন্টের অন্যতম প্রোগ্রাম ডিরেক্টর অতীন বিশ্বাস বলেন, তখন কয়েকটি রাজ্য এই সুবিধা নিয়েছিল।  এমনকি একাধিক রাজ্য এই সুবিধা সম্পর্কে জানত না বা জানলেও এই বিষয় সসম্পর্কে খুব কম তথ্য ছিল।

অভূতপূর্ব স্বাস্থ্য ও পরিবেশ সঙ্কট সত্ত্বেও বিশেষজ্ঞরা বলেছেন ক্ষয়ক্ষতি হ্রাস করার উপায় রয়েছে। সিদ্ধার্থ সিংহ বলেন, প্রত্যেককে মনে রাখতে হবে প্লাস্টিক ব্যবহার করব না। প্লাস্টিক অনেক ক্ষেত্রেই পুনর্ব্যবহার করা যায়। কিন্তু লক্ষ্য থাকবে ব্যবহার কমানো বা একেবারেই না করা। রবি অগ্রবাল মনে করেন, একেবারে পুনর্ব্যবহারের ব্যবস্থা বা নষ্ট করে ফেলাই এই সমস্যা থেকে মুক্তির উপায় এনে দেবে। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে প্রত্যককে উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তিনি। তাঁর কথায়, এটা সরকার এবং সাধারণ মানুষের সমন্বয়ের মাধ্যমেই সম্ভব। অতীন বিশ্বাসেক কথায়, এই সময় করোনা আক্রান্তদের বাড়ি থেকে বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা উচিত। কিন্তু বাস্তবে সেটা হয় না। সঠিক পদ্ধতি যোগাযোগ, কৌশলের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস করার লক্ষ্য অর্জন সম্ভব।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Junior Doctors Protest: পুলিশের সঙ্গে বচসা, জুনিয়র ডাক্তারকে লাথি মারার অভিযোগ; প্রতিবাদে অবস্থান; অবরুদ্ধ ধর্মতলা !
পুলিশের সঙ্গে বচসা, জুনিয়র ডাক্তারকে লাথি মারার অভিযোগ; প্রতিবাদে অবস্থান; অবরুদ্ধ ধর্মতলা !
PM Internship Scheme: ৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ?
৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ?
Advertisement
ABP Premium

ভিডিও

Durga Puja 2024: পুজোমণ্ডপে সবুজায়ন আর পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন লালাবাগান নবাঙ্কুরের উদ্যোক্তারাDurga Puja: এবারে পুজোয় অজন্তা ইলোরার গুহা চিত্র থেকে জননায়কদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছে মণ্ডপDurga Puja 2024: কলকাতার একাধিক ক্লাব এবার থিমের  মাধ্য়মে তুলে ধরল নারী সংগ্রামের কথাDurga Puja: কেউ ফুটিয়ে তুলেছে অজন্তা ইলোরার গুহা চিত্র,কেউ জননায়কদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছে মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Junior Doctors Protest: পুলিশের সঙ্গে বচসা, জুনিয়র ডাক্তারকে লাথি মারার অভিযোগ; প্রতিবাদে অবস্থান; অবরুদ্ধ ধর্মতলা !
পুলিশের সঙ্গে বচসা, জুনিয়র ডাক্তারকে লাথি মারার অভিযোগ; প্রতিবাদে অবস্থান; অবরুদ্ধ ধর্মতলা !
PM Internship Scheme: ৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ?
৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ?
Vinoo Mankad Trophy: অঙ্কিতের সেঞ্চুরিতে বিরাট জয় বাংলার, অভিষেকেই নায়ক কিংবদন্তির পুত্র
অঙ্কিতের সেঞ্চুরিতে বিরাট জয় বাংলার, অভিষেকেই নায়ক কিংবদন্তির পুত্র
Bankura News: মানবতার পাঠ, নিঃস্বার্থভাবে জনকল্যাণের কাজে পড়ুয়াদের উৎসাহিত করতে নয়া উদ্যোগ বাঁকুড়ার স্কুলে
মানবতার পাঠ, নিঃস্বার্থভাবে জনকল্যাণের কাজে পড়ুয়াদের উৎসাহিত করতে নয়া উদ্যোগ বাঁকুড়ার স্কুলে
Junior Doctors Protest: রাজ্যকে ২৪ ঘণ্টার ডেডলাইন, দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
রাজ্যকে ২৪ ঘণ্টার ডেডলাইন, দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
Durga Puja 2024: কমেছে জৌলুস-আড়ম্বর, রীতিতে নেই ছেদ; নিয়ম মেনে পুজোর আয়োজন মহিষাদল রাজবাড়িতে
কমেছে জৌলুস-আড়ম্বর, রীতিতে নেই ছেদ; নিয়ম মেনে পুজোর আয়োজন মহিষাদল রাজবাড়িতে
Embed widget