এক্সপ্লোর
Advertisement
ছাত্র-সংঘর্ষের জেরে চিনা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ৩ ভারতীয় পড়ুয়া
বেজিং: দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ৩ ভারতীয় মেডিক্যাল পড়ুয়াকে বহিষ্কার করল একটি চিনা বিশ্ববিদ্যালয়।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ইচ্যং প্রদেশের থ্রি গর্জ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পড়ুাদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। যার জেরে এক পড়ুয়া ছুরিকাহত হয়। তদন্তে নেমে তিন পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর তাদের ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনজনই সেখানে মেডিক্যালের ছাত্র ছিল বলেও জানা গিয়েছে।
ছাত্র বহিষ্কারের ঘটনাটি ভারত ও চিন দূতাবাসে জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে এই সংঘর্ষের ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়েছে। এমনকী, ভারতীয় পড়ুয়াদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে সতর্ক করা হয়েছে। সাম্প্রতিককালে, চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ছাত্র-সংঘর্ষের মাত্রা উত্তুরোত্তর বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রায় ১৪ হাজার ভারতীয় ছাত্র বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement