এক্সপ্লোর
ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করায় বরখাস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী অ্যাটর্নি জেনারেল
ওয়াশিংটন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করায় বরখাস্ত করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস। প্রসঙ্গত, স্যালি ইয়েটস সম্প্রতি বলেন, তিনি ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নির্দেশিকার সমর্থনে সওয়াল করবেন না। এরপরই মার্কিন প্রেসিডেন্টের তোপের মুখে পড়েন তিনি।
এদিকে ট্রাম্প জানিয়েছেন ডানা বোয়েন্তে আপাতত স্যালি ইয়েটসের এর জায়গায় কাজ সামলাবেন। তবে তাঁর নিয়োগ সাময়িক, এই পদের জন্যে ট্রাম্পের পছন্দ সিনেটর জেফ সেসন। তাঁর নির্বাচন আপতত মার্কিন সিনেটের থেকে সম্মতির অপেক্ষায়।
সোমবার হোয়াইট হাউসের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ইয়েটস মার্কিন প্রশাসনের আইনের দফতরকে অসম্মান করেছেন, ঠকিয়েছেন, ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নির্দেশিকাকে সমর্থন না করে। প্রসঙ্গত, এই নীতির লক্ষ্যে আদপে মার্কিনবাসীদের স্বার্থ ও সুরক্ষা রক্ষার উদ্দেশ্যে রয়েছে প্রশাসনের। সেই নির্দেশিকাকে সমর্থন না করে কার্যত মার্কিনবাসীদের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন স্যালি। এছাড়া আরও বলা হয়, ইয়েটস সীমান্ত ও উদ্বাস্তু সমস্যা সমাধানো দুর্বল ছিলেন, তাই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত।
ওবামা আমলে নিয়োজিত এই অ্যাটর্নি জেনারেল তাঁর দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্পের উদ্বাস্তু ও শরণার্থীদের নিয়ে তৈরি নয়া নির্দেশিকার সমর্থনে কোনও রকম সওয়াল না করতে। এছাড়া একাধিক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও ইয়েটস-এর হাত মেলানোর অভিযোগ পাওয়া গিয়েছে, যাঁরা ট্রাম্পের এই নির্দেশিকা জারির পর তাঁর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করেছেন।
.@POTUS has named Dana Boente, US Attorney for the Eastern District of VA as Acting Attorney General. Sally Yates has been relieved.
— Sean Spicer (@PressSec) January 31, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement