এক্সপ্লোর
Advertisement
ভেঙে পড়ল আলজেরিয়ার সেনা বিমান, মৃত অন্তত ১০০
আলজিয়ার্স: আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই একটি চাষের খেতে ভেঙে পড়ল আলজেরিয়ার সেনাবাহিনীর বিমান। এই দুর্ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। কী কারণে দুর্ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।
আলজেরিয়ার জন সুরক্ষা দফতরের মুখপাত্র মহম্মদ আকুর জানিয়েছেন, ‘বিমানটি রাজধানী আলজিয়ার্সের দক্ষিণ-পশ্চিম দিকে ৩০ কিমি দূরে বুফারিক থেকে দক্ষিণ পশ্চিম আলজেরিয়ার বেচার অঞ্চলে যাচ্ছিল। বিমানটিতে সেনাকর্মীরা ছিলেন। প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে মৃতের সংখ্যা বলা হয়নি। তবে মৃতদের পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ফলে মোট কতজনের মৃত্যু হয়েছে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ’
আলজেরিয়ার সেনাবাহিনী সূত্রে খবর, সোভিয়েত ইউনিয়নের নকশায় তৈরি বিমানটি বেচারে যাওয়ার পথে দক্ষিণ আলজেরিয়ার টিনডুফ অঞ্চলে নামার কথা ছিল। ওই অঞ্চলে পশ্চিম সাহারা থেকে আসা শরণার্থীদের বাস। কিন্তু সেখানে যাওয়ার আগেই বিমানটি একটি কৃষিক্ষেত্রে ভেঙে পড়ে। ওই অঞ্চলে কোনও জনবসতি নেই। জরুরি পরিষেবা বিভাগের আধিকারিকরা ওই অঞ্চল ঘিরে রেখেছেন। চলছে উদ্ধারকার্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement