Narendra Modi: জয়ের পরে শুভেচ্ছা মোদির! ভারত নিয়ে কী বললেন হাসিনা?
Sheikh Hasina:জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মোদি।
কলকাতা: নির্বাচনে জয়ের পরে শেখ হাসিনার সঙ্গে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মোদি। X হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত এবং আরও জনমুখী করার জন্য আমরা প্রতিজ্ঞবদ্ধ।'
এদিন ANI-এর প্রশ্নের উত্তরে শেখ হাসিনা (Sheikh Hasina) বলেন, 'ভারতের সঙ্গে খুব ভাল সম্পর্ক। ১৯৭১ সালে আমাদের সমর্থন করেছিল ভারত। ১৯৭৫ সালে আমাদের আশ্রয় দিয়েছিল।' ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'ভারত আমাদের পড়শি। আমাদের সম্পর্ক ভাল। সমস্যাও আছে, তবে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তা সমাধানও করে ফেলি। আমার সঙ্গে অন্য দেশগুলিরও সম্পর্ক ভাল।'
Prime Minister Narendra Modi spoke to Bangladesh Prime Minister Sheikh Hasina and congratulated her on her victory for a historic fourth consecutive term in the Parliamentary elections.
— ANI (@ANI) January 8, 2024
"I also congratulate the people of Bangladesh for the successful conduct of elections. We… pic.twitter.com/yrQtbV27Gp
#WATCH | Dhaka: Bangladesh Prime Minister Sheikh Hasina speaks to ANI, she says "India is a great friend of Bangladesh. They have supported us in 1971 and 1975. We consider India as our next-door neighbour. I really appreciate that we have a wonderful relationship with India. In… pic.twitter.com/mfRBbBsb4p
— ANI (@ANI) January 8, 2024
বাংলাদেশে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় আওয়ামি লিগ (Awami League)। পঞ্চমবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। শেষপর্যন্ত ২২৩টি আসন পেয়েছে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। বাংলাদেশ ন্য়াশনাল পার্টি, BNP পেয়েছে ১১টি আসন। ৬১টি আসন গিয়েছে নির্দলদের দখলে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। বাংলাদেশে ৩০০ আসনের মধ্যে ২৯৮টির ফল ঘোষণা হল। একটি আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি, অন্য আসনে প্রার্থী পদ বাতিল করা হয়েছে। ভোট পড়েছে ৪২ শতাংশ, জানালেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল।
আরও পড়ুন: ভারতীয় নৌসেনার তৎপরতায় নির্বিঘ্নে উদ্ধার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া জাহাজের ২১ জন কর্মীই