ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছেন শেখ হাসিনা
ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কথা জানান হাসিনার প্রেস সচিব ইশানুল করিম।
বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। এখানেই হাসিনার ভারত সফরের দিনক্ষণ স্থির করা হবে। প্রসঙ্গত, ডিসেম্বর মাসেই ভারতে আসার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর। কিন্তু, সফরসূচি ঠিক না হওয়ায় সেই সফর পিছিয়ে যায়।
জানা গিয়েছে, হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন আকবর। সেখানে হাসিনা জানান, দুদেশের মধ্যে সমস্যা থাকতেই পারে। কিন্তু, তাই বলে বন্ধুত্ব এবং সহযোগিতায় তার প্রভাব পড়া উচিত নয়।
হাসিনা মনে করিয়ে দেন, ভারতের মতই সন্ত্রাস ও জঙ্গি হামলার বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো-টলারেন্স’ বা আপসহীন নীতি বজায় রেখে চলে। তাঁর আশ্বাস, কোনও দেশের বিরুদ্ধে বাংলাদেশ তার ভূমিকে নাশকতামূলক কার্যকলাপের জন্য ব্যবহার হতে দেবে না।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় ফৌজের ভূমিকার এদিন ফের ভূয়সী প্রশংসা করেন হাসিনা। জানান, যুদ্ধে স্বাধীনতা অর্জনের পরই ভারতীয় ফৌজ বাংলাদেশ ছেড়ে দেয়। যা ইতিহাসে এক বেনজির দৃষ্টান্ত।