এক্সপ্লোর
লেখালেখির ওপর 'নিয়ন্ত্রণ' রাখুন, ব্লগারদের আবেদন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা: দেশের ধর্মনিরপেক্ষ ব্লগারদের নিজেদের লেখালেখির ওপর ‘নিয়ন্ত্রণ’ রাখা উচিত বলে অভিমত জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সিএনএন-কে তিনি বলেছেন, ব্লগারদের উচিত লেখালেখির ওপর রাশ ধরে রাখা। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমি এটাই বলতে চাইছি যে, লেখালেখির মধ্য দিয়ে কাউকে, বিশেষত অন্যের ধর্মীয় ভাবাবেগ, বিশ্বাসে আঘাত করা উচিত নয় কারও। তাঁর কথায়, মতপ্রকাশের স্বাধীনতা নয়, অন্য ধর্মের প্রতি সহনশীলতা-মূল ইস্যু এটাই। প্রসঙ্গত, কয়েকদিন আগে নাজিমুদ্দিন সামাদ নামে এক মুক্তমনা ব্লগারকে নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁর লেখালেখির জন্য। গত ১৪ মাসে এই নিয়ে ৬ জন ব্লগারকে প্রাণ দিতে হয়েছে। আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা সংগঠন আনসার আল-ইসলাম সামাদ হত্যার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ওরা নয়, হত্যার সঙ্গে জড়িত বাংলাদেশের মাটিতে বেড়ে ওঠা দেশীয় সন্ত্রাসবাদীরাই। বাংলাদেশ সরকার আগেও দাবি করেছে যে, তাদের দেশে আল কায়েদা বা আইসিস-এর অস্তিত্বই নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















