এক্সপ্লোর
Advertisement
বার্লিন হামলা:বড়দিনের বাজারে লরির তাণ্ডব, মৃত ১২, আহত ৪৮
বার্লিন: পাঁচ মাস পর নিসের স্মৃতি ফিরল বার্লিনে। বড়দিনের বাজারে লরির তাণ্ডব।মৃত অন্তত ১২, আহত ৪৮। আটক ১। ইচ্ছে করে ধাক্কা। সন্ত্রাস-হামলা বলে সন্দেহ পুলিশের।
প্রসঙ্গত, সোমবার সন্ধেবেলা মধ্য বার্লিনের বড়দিনের বাজারে আচমকা ঢুকে ১২জন মানুষকে পিষে দেয় একটি লরি। ঘটনার আকস্মিকতা দেখে জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রীর দাবি, এটা সম্ভবত সন্ত্রাস হামলা, যদিও এখনও এবিষয় কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি বার্লিন প্রশাসন।
বার্লিন পুলিশ টুইটারে দাবি করেছে, ঘটনায় লরির চালককে আটক করা হয়েছে। লরির অপর আরোহীর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বড়দিনের বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে জমজমাট বাজার বসেছিল বার্লিনের কাইজার উইলহেম মেমোরিয়াল গির্জা প্রাঙ্গনে। বিক্রি হচ্ছিল ওয়াইন এবং সসেজ। বিকিকিনিতে ব্যস্ত সাধারণ মানুষের ওপর এধরনের হামলা জেনে বুঝেই করা হয়েছে বলে পুলিশের ওপর এক সূত্র দাবি করেছে। গ্রেফতার হওয়া লরির চালক কোন দেশের নাগরিক সেবিষয় এখনই কোনও মন্তব্য করতে চায়নি জার্মান পুলিশ।
তবে স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গ্রেফতার হওয়া লরির চালক আফগানিস্তান বা পাকিস্তানের নাগরিক। গত ফেব্রুয়ারিতে শরণার্থীর বেশে জার্মানিতে প্রবেশ করে। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর দাবি, লরিটি ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে ছুটে এসেছিল বড়দিনের বাজার এলাকায়।
টুইটারে জার্মান পুলিশের তরফে দাবি করা হয়েছে, লরিটি খুব সম্ভবত পোল্যান্ডের কাছে কোনও নির্মাণ প্রকল্পের কাছ থেকে চুরি করা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement