এক্সপ্লোর
ভালো করে ভাজা মাছ আচমকা নড়ে উঠল সার্ভ করার ট্রেতে, আতঙ্কে চিতকার ক্রেতাদের

বেজিং: ভালো করে মাছ ভেজে সার্ভ করা হচ্ছিল চিনের এক রেস্তোরাঁয়। প্লেটে একসঙ্গে বেশ কয়েকটি মাছ ছিল। আচমকাই দেখা যায় তারমধ্যে একটি মাছ নড়ে উঠছে। শুধু নড়েইনি, মাছটির পেট ফেটে দু আধখানাও হয়ে যেতে দেখা যায় ভিডিওয়ে। এই অদ্ভূত কাণ্ডটি ঘটেছে দক্ষিণ চিনের হুনান প্রদেশের হেংইয়াংয়ে। সেই ঘটনাটির ভিডিও তুলে ছড়িয়েও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয়ে শোনা গিয়েছে আতঙ্কে চেঁচাচ্ছে রেস্তোরাঁর অন্য ক্রেতারা। ভাজা মাছকে দু ভাগে ভাগ হতে দেখে চমকে ওঠেন রেস্তোরাঁয় বসা এক ক্রেতা। ভিডিওটি দেখে অনেকেরই মত, মাছটি বেঁচে থাকা অবস্থায় ভেজে ফেলার জেরেই এই বিপত্তি, এবং সেটা অত্যন্ত নিষ্ঠুর কাজ। অনেকেই মনে করেন, মাছটি আগে মেরে, তারপর ভাজা উচিত ছিল। আর এক নেটিজেনের মত, হয়তো মাছটা সঠিকভাবে ভাজা হয়নি, তাই নার্ভ সেলগুলো সজাগ ছিল। সেইজন্যেই এই অদ্ভূত ঘটনা ঘটেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















