কোভিড-১৯ পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো, তবে বলছেন, পুরোপুরি ঠিক আছেন!
কোভিড-১৯ পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। ৬৫ বছর বয়সি বোলসোনারো নিজেই পরীক্ষায় পজিটিভ হওয়ার কথা ঘোষণা করেছেন।
ব্রাসিলিয়া: কোভিড-১৯ পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। ৬৫ বছর বয়সি বোলসোনারো নিজেই পরীক্ষায় পজিটিভ হওয়ার কথা ঘোষণা করেছেন। অবশ্য তিনি বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তাঁর মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণপন্থী ভাবধারায় চালিত এই রাষ্ট্রনেতা, বলেছেন, তিনি পুরোপুরি ঠিক, চমত্কার আছেন।
করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণে জেরবার তাঁর দেশ। অর্থনীতির হালও খুব খারাপ। তবে বোলসোনারো বরাবরই লকডাউনের বিরোধী। বিপর্যস্ত রুদ্ধ অর্থনীতি ফের চালু করার পক্ষে প্রচারে বেরিয়ে তিনি বলেছেন, এই ভাইরাস সামান্য এক ফ্লু। সূত্রের খবর, তাঁকে সংক্রমণ এড়ানোর জন্য ডাক্তাররা পরামর্শ দিলেও বারবার তিনি তা উপেক্ষা করে জনগণের সঙ্গে অবাধে মেলামেশা করেছেন, মাস্ক না পরেই। অনুগামীদের সঙ্গে হাতও মিলিয়েছেন। বোলসোনারো ম্যালেরিয়া সারানোর ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছেন বলেও জানিয়েছেন। তাঁর দাবি, এটি মারণ ভাইরাস মোকাবিলায় কাজ দেয়। যদিও বিশেষজ্ঞ মহল, ডাক্তারদের সংখ্যাগরিষ্ঠ অংশ তাকে স্বীকৃতি দেননি, এমনকী তার নানা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।
তবে সোমবার রাতে ইউটিউবে পোস্ট হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট ভবনের বাইরে অপেক্ষারত ভক্ত-সমর্থকদের খুসব কাছাকাছি না যাওয়ার চেষ্টা করছেন বোলসোনারো। মুখে মাস্কও রয়েছে। তাঁদের তিনি বলছেন যে, ভাইরাসের লক্ষণ শরীরে ফুটে ওঠার পর ডাক্তারের পরামর্শে তিনি সামাজিক দূরত্ববিধি মানছেন, টেস্টে দেখা গিয়েছে, তাঁর ফুসফুস একেবার পরিষ্কার।
বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রামিত দেশগুলির তালিকায় আমেরিকার পরই দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। ১.৬২ মিলিয়ন সংক্রমণ হয়েছে, মারা গিয়েছেন ৬৫০০০ এর বেশি। কিন্তু গোড়া থেকেই অতিমারীর মোকাবিলায় ব্রাজিলের শীর্ষ প্রশাসনিক কর্তাদের মধ্যে ঐকমত্য দেখা যায়নি। প্রায়ই কোয়ারান্টিনের নিয়মবিধি ও সম্ভাব্য চিকিত্সা পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রদেশের গভর্নর এমনকী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও সংঘাতে জড়িয়েছেন বোলসোনারো। প্রথম স্বাস্থ্যমন্ত্রীকে তিনি সরিয়ে দেন, দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রী ইস্তফা দেন। এখন স্বাস্থ্যমন্ত্রক রয়েছে এক অন্তর্বর্তী মন্ত্রীর হাতে।
গত বৃহস্পতিবার নিজের সোস্যাল নেটওয়ার্কের সম্প্রচারের সময় ৬ জনের পাশে বসে কাশতে দেখা গিয়েছিল বোলসোনারোকে, কেউই মাস্ক পরা ছিলেন না। তারপর থেকে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতে দেখা যায়, শনিবার ব্রাজিলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মধ্যাহ্নভোজও করেন তিনি।
এই প্রথম কোভিড-১৯ পরীক্ষা হল না বোলসোনারোর। মার্চে তাঁর দেশের আমেরিকা যাওয়া প্রতিনিধিদলের বেশ কয়েকজনের করোনাভাইরাস ধরা পড়ে। যদিও তিনি টেস্টে নেগেটিভ হয়েছেন বলে জানান বোলসোনারো।