এক্সপ্লোর
Advertisement
স্বাস্থ্য পরিষেবায় সেই অর্থ খরচ করা হোক, বেশি মাইনে নিতে চান না কানাডার এই ডাক্তাররা!
নয়াদিল্লি: মাইনে বাড়লে কে না খুশি হয়? কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কানাডার একদল ডাক্তার, নার্স নিজেরাই নিজেদের মাইনে বৃদ্ধির বিরোধিতা করেছেন! তাঁদের বেশি দিতে গেলে যে জনস্বাস্থ্যের পিছনে সরকারি বাজেটে খরচ কমবে, তাই নিজেদের মাইনে কাটছাঁট করার দাবি তুলেছেন তাঁরা।
জাস্টিন ট্রুডোর দেশের ক্যুইবেক প্রদেশের ফরাসি ভাষাভাষী অধ্যুষিত এলাকার সাড়ে ৭০০-র বেশি ডাক্তার, আবাসিক ও মেডিকেল ছাত্র এক অনলাইন চিঠিতে সই করে বলেছেন, তাঁদের ইউনিয়ন ও প্রশাসনের দরকষাকষিতে বেতনবৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তাঁরা বেশি মাইনে নেবেন না। তাঁরা চিঠিতে লিখেছেন, আমাদের নার্স, ক্লার্ক ও অন্য পেশার লোকেরা খুবই প্রতিকূল পরিস্থিতিতে কাজ করছেন, সাম্প্রতিক কয়েক বছরে বাজেট ছাঁটাই ও স্বাস্থ্যমন্ত্রকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলে রোগীরা প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না। এর আঁচ পড়েনি শুধু আমাদের বেতনের ওপর।
ফলে একজন জেনারেল ডাক্তারের গড় ১৩৭০০০ পাউন্ড আয়ের সঙ্গে বছরে যোগ হবে আরও ২৫০০ পাউন্ড। ক্যুইবেকের ডাক্তারদের টেক হোম বেতন বাড়াতে প্রাদেশিক সরকারের খরচ হবে বাড়তি ৪৭০ মিলিয়ন পাউন্ড।
ডাক্তাররা বলেছেন, তাঁদের বর্ধিত বেতন বাতিল করে সেই অর্থ বরং এমনভাবে খরচ করা হোক যাতে ক্যুইবেকের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী হয়, স্থানীয় মানুষের স্বাস্থ্যের পিছনে খরচ বাড়ানো যায়, গরিব রোগীদের কিছুটা সুবিধা হয়।
গত মাসে আরেকটি রফা হয় ক্যুইবেক সরকার ও প্রদেশের ১০ হাজার বিশেষজ্ঞ ডাক্তারদের, যাতে ডাক্তারদের বার্ষিক বেতন ১.৪ শতাংশ হারে বাড়বে।
ক্যুইবেকের স্বাস্থ্যমন্ত্রী গেটান ব্যারেট অবশ্য গত মাসে বলেছিলেন, ডাক্তাররা যদি মনে করেন, তাঁরা বেশি বেতন পাচ্ছেন, চাইলে সেই অর্থ ছেড়ে দিতেগত অক্টোবরেই ক্যুইবেকের সাড়ে ৯ হাজার ফ্যামিলি ডাক্তারের সংগঠন প্রদেশের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আট বছরের চুক্তি করে, যাতে ডাক্তারদের বেতন বছরে গড়ে ১.৮ শতাংশ হারে বাড়বে। পারেন। তবে আমি বলব, চাইলে তাঁরা ওই অর্থ সদ্ব্যবহার করতে পারেন।
প্রসঙ্গত, কানাডায় সরকারি অর্থানুকূল্যে সবার জন্য চিকিত্সা ব্যবস্থা বহাল রয়েছে। সেখানে নিখরচায় পরিষেবা পান নাগরিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement