এক্সপ্লোর
Advertisement
ব্যস্ত সময়ে রাস্তা পেরনোর চেষ্টা, পুলিশের হেফাজতে মুরগীর ছানা!
লন্ডন: সকালের চূড়ান্ত ব্যস্ত লন্ডন শহর। গাড়ির মিছিল। তার মধ্যেই রাস্তা পেরতে গিয়ে আটক এক মুরগীর ছানা। তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার সকালে রাস্তার মাঝখানে ত্রস্ত হয়ে ছুটোছুটি করতে দেখা যায় মুরগীর বাচ্চাটিকে। পূর্ব মার্কেটগেট, ডান্ডির পুলিশকে তলব করা হয়। ছুটে আসে তারা। টেসাইড পুলিশ ডিভিসনকে উদ্ধৃত করে দি মিরর জানাচ্ছে, মুরগীর বাচ্চাটিকে বাঁচিয়ে গাড়ি চালাতে কালঘাম ছুটে যায় মোটরআরোহীদের। শেষ পর্যন্ত ওকে পাকড়াও করে থানায় নিয়ে যান পুলিশকর্মীরা।
ফেসবুকে পুলিশ বলেছে, পশু নির্যাতন রোধকারী স্কটিশ সোসাইটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মালিকের খোঁজ না মেলা পর্যন্ত মুরগীর বাচ্চাটিকে ওরাই যত্ন করে রাখবে। কেন ও রাস্তা পেরনোর চেষ্টা করছিল, সে ব্যাপারে তথ্য চাইছে পুলিশ। মালিকের সন্ধানে ফেসবুকে আবেদনও পোস্ট করেছে তারা। সঙ্গে সঙ্গে সেটি শেয়ার করে ফেলেন হাজারের বেশি লোক। অনেকে নানা মন্তব্যও করে। একজন যেমন লিখেছে, আমার মনে হয়, কেউ ওকে তাড়া করেছিল। আরেকজন লিখেছে, রাস্তার অন্য দিকে হয়তো যাওয়ার চেষ্টা করছিল ও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement