এক্সপ্লোর
ফ্রান্সে ফের বন্দুকবাজের হামলা, এক নাবালক সহ জখম তিন
![ফ্রান্সে ফের বন্দুকবাজের হামলা, এক নাবালক সহ জখম তিন Child Among Injured As Gangster Shoots At Least Three People Outside Lille Metro ফ্রান্সে ফের বন্দুকবাজের হামলা, এক নাবালক সহ জখম তিন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/25091333/twitter.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে টুইটার
ফ্রান্স: ফ্রান্সে ফের বন্দুকবাজের হামলা। জখম ৩। শুক্রবার রাতে উত্তর ফ্রান্সের লিলে শহরে মেট্রো স্টেশনের কাছে এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ গুলি চালায়। গুলিবিদ্ধ হন এক নাবালক-সহ ৩। কারওরই আঘাত গুরুতর নয় বলে পুলিশের দাবি। কী কারণে হামলা এখনও স্পষ্ট নয়।তবে হামলার পর থেকেই ফ্রান্স জুড়ে কড়া নিরাপত্তা জারি হয়েছে।
গুলি চালানোর ঘটনার পরই ঘটনাস্থল ঘিরে ফেলে সশস্ত্র পুলিশবাহিনী। ঘটনাটি ঘটেছে লিলে শহরে পোর্টে ডি অ্যারেস মেট্রো স্টেশনের কাছে জ্যাক ফেবভ্রিয়ার স্কোয়্যারে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গুলি চালানোর ঘটনায় তিনজন আহত হয়েছে, তারমধ্যে একজনের বয়স ১৪ বছরের আশেপাশে হবে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ওই নাবালকের পায়ে চোট লেগেছে এবং আরেক ব্যক্তি গলায় আঘাত রয়েছে।
পুলিশ সূত্রে খবর, আহতদের সেন্ট ভিনসেন্ট ডি পল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিত্সার জন্যে। তবে কারও আঘাতই তেমন গুরুতর নয়। স্থানীয় সূত্রে খবর হামলার ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ। প্রায় পাঁচ রাউন্ট গুলি চলার আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন এলাকার এক স্থানীয় বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুব সম্ভবত দুটি দুষ্কৃতীদলের লড়াইয়ের ফলে এই গোলাগুলি কাণ্ড। তবে মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটায় প্রত্যেকের মনে ফের সন্ত্রাসের আতঙ্ক ফিরে আসে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)