এক্সপ্লোর
Advertisement
চিনের হুবেইতে প্রাথমিক স্কুলে ছুরি নিয়ে হামলা, মৃত অন্তত ৮ পড়ুয়া
অভিযুক্ত অল্পদিন আগে জেল থেকে ছাড়া পায় বলে খবর।
কলকাতা: মধ্য চিনের হুবেই প্রদেশে আচমকা ছুরি হাতে প্রাথমিক স্কুলের খুদে ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ল এক ব্যক্তি। এতে অন্তত ৮টি শিশুর মৃত্যু হয়েছে, ২ জন আহত। অভিযুক্ত অল্পদিন আগে জেল থেকে ছাড়া পায় বলে খবর।
স্থানীয় সময় সোমবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। হুবেইয়ের বাইয়াংপিং এলাকায় চায়োয়াংপো গ্রেড স্কুলে দিনটি ছিল নতুন শিক্ষাবর্ষের সূচনা। সে সময় আচমকা বছর চল্লিশের ওই স্থানীয় বাসিন্দা ছাত্রছাত্রীদের ওপর হামলা করে। ধৃত এর আগে বান্ধবীর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে ৮ বছরের বেশি জেল খেটেছে। এ বছর মে মাসেই সে মুক্তি পায়। এরপর স্কুলে এই হামলা। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
চিনের স্কুলে ছুরি বা কুঠার হাতে হামলা নতুন কিছু নয়। বেশিরভাগ হামলাকারীরই বক্তব্য, সমাজের ওপর প্রতিশোধ নিতে তারা এই কাণ্ড করেছে। এ বছর এপ্রিলে হুনান প্রদেশে এমনই এক ছুরি হামলায় ২ পড়ুয়ার মৃত্যু হয়। জানুয়ারিতে খোদ বেজিংয়ে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে আঘাত করে ২০ জন পড়ুয়াকে জখম করে। গত বছর এপ্রিলে উত্তর পশ্চিম সানঝি প্রদেশে এভাবেই বেঘোরে মারা যায় ৯ পড়ুয়া। আহত হয় বারোরও বেশি। হামলাকারী ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র, তার দাবি, স্কুলে তাকে উত্যক্ত করা হত, তারই প্রতিশোধ নিয়েছে সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement