Chinese Rover: চাঁদের বুকে ‘কুঁড়েঘর’? চিনের মুন রোভারের পাঠানো ছবি ঘিরে জোর জল্পনা
Chinese Rover: বস্তুটি ঠিক কী, তা নিয়ে জল্পনা চলছে। তবে অনুমান করা হচ্ছে যে, তা চাঁদের বুকে বড়সড় আকারের কোনও পাথর, যা কোনও কারণে উপরে উঠে এসেছে।
Chinese Rover: চন্দ্রপৃষ্ঠে একটি রহস্যময় বস্তুর হদিশ পেল চিনের রোভার। চিনের ইউতু ২ মুন রোভারের (Yutu-2 moon rover) মাধ্যমে এই রহস্যসময় বস্তু দেখা গিয়েছে। আর তা নিয়ে সোশাল মিডিয়ায় নানান ধরনের জল্পনা ডালপালা মেলেছে। কয়েকদিন আগে চিনের মহাকাশ গবেষণা সংস্থা ঘণকাকৃতি এই বস্তুর ছবি প্রকাশ করেছিল। স্পেস ডট কম অনুসারে, রোভার ভন কারমান ক্রেটারে নিজের পথ খোঁজার সময় ওই বস্তুর হদিশ পায় রোভার।
ইউতু ২ রোভার চাঁদে চিনের চাঙ্গ'ই ৪ মিশনের অঙ্গ। ২০১৯ সাল থেকে চন্দ্রপৃষ্ঠের দূরদুরান্তের অংশে অনুসন্ধানের কাজ চালাচ্ছে।স্পেস ডট কমের এক সাংবাদিক অ্যান্ড্রু জোন্স গত শুক্রবার শেয়ার করা তাঁর ট্যুইটে লেখেন, আমাদের কাছে ইউতু ২-র মাধ্যেমে চন্দ্রপূষ্ঠের দূরের প্রান্তের আরও একটি আপডেট রয়েছে। ভন কারমান ক্রেটারে রোভার থেকে ৮০ মিটার দূরে উত্তর দিগন্তে এক ঘণকাকৃতি একটি ছবি এসেছে, যাকে ‘রহস্যময় কুঁড়েঘর ‘বলা হচ্ছে।
তিনি আরও লিখেছেন, এটি কোনও স্মারক বা দিকচিহ্ন বা ভিনগ্রহী কিছু নয়। কিন্তু নিশ্চিতভাবে অনুসন্ধানের মতো বিষয়। আর এই ছবি থেকে খুব বেশি তথ্য জানা মুশকিল।
সিএনইটি অনুসারে, রোভারের মাধ্যমে ধরা পড়া এই বস্তুকে ‘রহস্যময় কুঁড়েঘর’ আখ্যা দেওয়া হয়েছে এবং আরও ভালো করে বস্তুটি দেখার জন্য বিজ্ঞানীদের রোভারকে এটির কাছাকাছি নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাইহোক, বস্তুটির ছবি সামনে আসার পর সোশাল মিডিয়ায় তাকে ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।
বস্তুটি ঠিক কী, তা নিয়ে জল্পনা চলছে। তবে অনুমান করা হচ্ছে যে, তা চাঁদের বুকে বড়সড় আকারের কোনও পাথর, যা কোনও কারণে উপরে উঠে এসেছে।
২০১৯-এ ইউতু ২ চন্দ্রপৃষ্ঠে সবুজ রঙা জেল জাতীয় পদার্থের হদিশ পেয়েছিল। যা পরে বোঝা গিয়েছিল যে, পাথর.. বা আরও নির্দিষ্টভাবে বললে পাথরের মতো বস্তু, পাথরের মতো বস্তু যা খনিজ ও পাথরের একসঙ্গে সংমিশ্রনের সময় তৈরি হয়।