এক্সপ্লোর
Advertisement
আমাকে সিজারিয়ান ডেলিভারি করাতে দাও, পরিজনের কাছে আকুতি গর্ভবতী চিনা তরুণীর, ব্যর্থ হয়ে বহুতল থেকে ঝাঁপ
নয়াদিল্লি: তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন। দাঁড়াতে পারছিলেন না। বারবার বসে পড়ছিলেন। সেভাবেই হাতজোড় করে কাকুতি মিনতি করছিলেন স্বামী, শ্বশুরবাড়ির লোকদের। প্লিজ, আমাকে সিজারিয়ান ডেলিভারি করাতে দাও।
ইউটিউবে ছড়িয়ে পড়েছে দুর্ভাগা এই চিনা তরুণীর ভিডিও। গর্ভযন্ত্রণায় ছটফট করা মেয়েটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর সন্তানের মাথা খুব বড় হওয়ায় যন্ত্রণা হচ্ছিল মারাত্মক রকম। পরিত্রাণ পেতে সিজারিয়ান ডেলিভারি করতে দেওয়ার জন্য পরিজনদের হাতে পায়ে ধরছিলেন তিনি।
চিনে নিয়ম হল, সিজারিয়ান ডেলিভারির জন্য পরিবারের অনুমতি লাগে, যাঁর সন্তান হবে তিনি কী চান তা গুরুত্বহীন। তাই মেয়েটি বাড়ির সবার কাছে নিজের অবস্থার কথা বলে বারবার বোঝাতে চেষ্টা করছিলেন কেন তাঁর সিজারিয়ান ডেলিভারি জরুরি।
বৃথা চেষ্টা। তাঁর উপরোধে কান দেয়নি কেউ। য্ন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মেয়েটির অবস্থা দেখেও স্বামী, শ্বশুরবাড়ি অনড় থাকে নর্মাল ডেলিভারিতেই।
কষ্ট সইতে না পেরে মেয়েটি শেষমেষ খুঁজে নেন যন্ত্রণা মুক্তির সহজতম উপায়। হাসপাতালের ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি। মুহূর্তে পেটের বাচ্চা শেষ। তিনিও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement