ফ্লাইটের মধ্যেই ক্লিন্টন সমর্থকদের কটূক্তি যাত্রীর, ক্ষমা চাইল বিমান সংস্থা
আটলান্টা: বিমানের মধ্যেই হিলারি ক্লিন্টনের সমর্থকদের উদ্দেশ্যে করুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল এক মার্কিন যাত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে বিমান সংস্থা।
জানা গিয়েছে, গত মঙ্গলবার আটলান্টা থেকে পেনসিলভেনিয়ার অ্যালেনটাউনগামী ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটে এক ‘ডোনাল্ড ট্রাম্প-সমর্থক’ যাত্রী বিমানের আইলে (বিমানের মধ্যবর্তী যাতায়াতের পথ) দাঁড়িয়ে হিলারি ক্লিন্টনের সমর্থকদের সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন। একইসঙ্গে, তিনি ট্রাম্পের সমর্থন না করার জন্যও অনেককে দোষারোপও করেন।
বিমানের অন্য এক যাত্রী এই পুরো ঘটনাটির ভিডিও তুলে ফেসবুকে পোস্ট করে দিলে, তা ভাইরাল হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম এই নিয়ে হইচই শুরু করে দেয়। এরপরই ডেল্টার তরফে এক বিবৃতি জারি করে সকলের কাছে ‘অনভিপ্রেত ঘটনার’ জন্য ক্ষমা চাওয়া হয়।
দেখুন সেই ভিডিও: