এক্সপ্লোর
Advertisement
জিনপিংয়ের সঙ্গে কথাই বলতে চাই না, সুর চড়ালেন ট্রাম্প, দিলেন চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও
করোনা নিয়ে শুরু থেকেই চিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে আমেরিকা। ট্রাম্প বারংবার বলেছেন যে, চিন থেকেই ছড়িয়েছে সংক্রমণ। মার্কিন বিদেশ সচিব মাইক পেম্পেও প্রায় প্রতিনিয়তই তোপ দেগে আসছেন চিনের বিরুদ্ধে।
ওয়াশিংটন: করোনা নিয়ে চিন ও আমেরিকার দ্বন্দ্ব থামছে না। আমেরিকায় সংক্রমণের ভয়াবহতা বাড়তে থাকায় দিশেহারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কোনওরকম আলোচনায় তিনি রাজি নন।
করোনা নিয়ে শুরু থেকেই চিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে আমেরিকা। ট্রাম্প বারংবার বলেছেন যে, চিন থেকেই ছড়িয়েছে সংক্রমণ। মার্কিন বিদেশ সচিব মাইক পেম্পেও প্রায় প্রতিনিয়তই তোপ দেগে আসছেন চিনের বিরুদ্ধে।
এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমরা অনেক কিছু করতে পারি। চিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে পারি।” জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলছেন,”আমার সম্পর্ক খুব ভাল। কিন্তু, এখন আমি ওঁর সঙ্গে কোনও কথা বলতে চাই না।”
করোনা আবহে অনেক সেনেটর চাইছেন ট্রাম্প বেজিংয়ের বিরুদ্ধে বড় কোনও ব্যবস্থা নিন। তারপরই সম্পর্ক ছিন্ন করার এই হুমকি নিঃসন্দেহে চিন্তায় রাখবে জিনপিংকে। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হলে বড় ধাক্কা খাবে বেজিং।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement