সেবামূলক কাজের জন্য নিজের অংশের শেয়ার বেচবেন জুকারবার্গ
![সেবামূলক কাজের জন্য নিজের অংশের শেয়ার বেচবেন জুকারবার্গ Facebook Boss Zuckerberg To Sell Shares For Charity Efforts সেবামূলক কাজের জন্য নিজের অংশের শেয়ার বেচবেন জুকারবার্গ](https://static.abplive.com/abp_images/698162/photo/Mark-Zuckerberg.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়াশিংটন: সেবামূলক কাজের জন্য নিজের কোম্পানি ফেসবুকের প্রচুর শেয়ার বিক্রি করার ভাবনাচিন্তা করছেন মার্ক জুকারবার্গ। তাঁর আশা, এই শেয়ার বেচে তিনি প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার তুলতে পারবেন, যা শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার হবে।
জুকারবার্গ জানান, আগামী দেড় বছর ধরে তিনি কোম্পানির সাড়ে তিন থেকে সাড়ে কোটি শেয়ার বিক্রি করতে পারেন। যার বর্তমান মূল্য প্রায় ৭৭ হাজার ৮৫০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)। এই অর্থ বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহৃত হবে।
জুকারবার্গ জানান, ফেসবুক বাজারদর এতটাই ভাল যে, তিনি নিজের অংশের কিছু শেয়ার বেচে তাঁর বিভিন্ন সেবামূলক প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারেন। তিনি যোগ করেন, এই অর্থ সকল শিশুদের রোগ নিরাময় ও শিক্ষাদানের ব্যবস্থা করতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)