এক্সপ্লোর
Advertisement
গরমা-গরম পিৎজা চান? চলে আসুন এটিএম-এ!
ওয়াশিংটন: টাকা পেতে তো সকলেই আকছার এটিএম ছোটেন। কিন্তু, কখনও শুনেছেন কি, এটিএম থেকে পিৎজা পাওয়া যাচ্ছে?
না কোনও অফার নয়। একেবারে টাকা বেরনোর মতো এটিএম থেকে বেরোচ্ছে গরমা-গরম পিৎজা! হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে প্রথম ‘পিৎজা-এটিএম’ চালু হয়েছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, ওহায়োর জেভিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বসেছে এমনই একটি ‘পিৎজা-এটিএম’। জানা গিয়েছে, এক-একটি এটিএম ৭০টি ১২-ইঞ্চির পিৎজা বহন করতে পারে। অর্ডার আসলেই, মাত্র তিন মিনিটের মধ্যেই হাতে পেয়ে যাবেন গরমা-গরম পিৎজা।
এখানেই শেষ নয়। এটিএম-এর টাচস্ক্রিনের বিভিন্ন বোতাম টিপে ঠিক কী ধরনের পিৎজা চাইছেন, তাও পছন্দ করতে পারেন। জানা গিয়েছে, সাধারণ মার্কিন নাগরিকদের জন্য এধরনের এটিএম-পরিষেবা চালু হবে আগামী ১০ তারিখ।
‘পিৎজা-এটিএম’-এর মধ্যে রয়েছে একটি ফ্রিজ। যা পিৎজাগুলিকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখে যাতে সেগুলি তাজা থাকে। অর্ডার আসতেই নির্দিষ্ট পিৎজাটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফ্রিজ থেকে বের হয়ে এটিএম-এর মধ্যেই থাকা কনভেকশন ওভেনে চলে যাবে। সেখানে গরম হওয়ার পর মেশিনের মধ্যেই পিৎজাটি স্লাইস হয়ে বাক্সের মধ্যে প্যাক হয়ে বেরিয়ে আসবে।
জানা গিয়েছে, এক-একটি পিৎজার দাম পড়বে ১০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকা)। ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে ‘পিৎজা-এটিএম’ থেকে পিৎজা কিনতে পারবেন গ্রাহকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement