এক্সপ্লোর
Advertisement
নির্দিষ্ট গন্তব্যে নামতে না পেরে চালকের সঙ্গে হাতাহাতি মহিলা যাত্রীর, যাত্রীবাহী বাস পড়ে গেল চিনের ইয়াংসে নদীতে, উদ্ধার ১৩টি দেহ
বেজিং: মহিলা যাত্রীর সঙ্গে ড্রাইভারের হাতাহাতি। চিনের দীর্ঘতম নদী ইয়াংসেতে যাত্রীবাহী বাস পড়ে গেল যাত্রীবাহী বাস। কয়েকদিন আগে চোংকিং প্রদেশে একটি সেতুর ওপর থেকে ৫০ মিটার নীচে গড়িয়ে নদীতে পড়ে যায় সেটি। ভেসে যাওয়া মোট ১৩ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। দুজন বাসযাত্রীর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকার নিয়ন্ত্রিত চিনা সংবাদ সংস্থা জিনহুয়া। তদন্তে প্রকাশ, ৪৮ বছর বয়সি এক মহিলা যাত্রী বিশেষ একটি স্টপে নামতে চেয়েছিলেন। কিন্তু ৪২ বছরের বাসচালক তাঁকে আগের কোনও একটি স্টপে নামতে বলেন। কিন্তু ওই মহিলা নামেননি। পরে যখন বুঝতে পারেন, নির্ধারিত গন্তব্য ছাড়িয়ে চলে গিয়েছেন, তখন বাসচালককে বাস থামাতে বলেন। কিন্তু সামনে কোনও বাসস্টপ চোখে না পড়ায় ড্রাইভার বাস থামাতে অস্বীকার করেন। এ নিয়ে প্রথমে তর্কাতর্কি থেকে পরে হাতাহাতি হয় দুজনের। বাসচালকের ডান হাত স্টিয়ারিং হুইল থেকে সরে গেলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারান। আচমকা বাসটি বা দিকে কাত হয়ে উল্টোদিক থেকে আসা একটি গাড়িতে ধাক্কা মেরে সেতুর বেড়া ভেঙে নীচে নদীতে পড়ে যায়। ৬৩৮০ কিমি লম্বা ইয়াংসে চিন তথা এশিয়ার সবচেয়ে বড় নদী, বিশ্বের তৃতীয় দীর্ঘতম।
পরে আগে বাস থেকে নেমে যাওয়া চার যাত্রী নিশ্চিত করেছেন যে, নির্দিষ্ট গন্তব্যে নামতে না পারায় বাসচালকের সঙ্গে ঝগড়াঝাটি হয় মাঝারি উচ্চতার এক মহিলার।
বাসটিকেও নদী থেকে টেনে তোলা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement