আমেরিকায় প্রাপ্ত অভ্যর্থনায় মোদির সঙ্গে ফারাক বিস্তর, পাক নেটিজেনদের হাতেই ট্রোলড ইমরান
প্রসঙ্গত, ১০ দিনের মার্কিন সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি।
হিউস্টন: একইদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, মার্কিন মুলুকে দুই রাষ্ট্রনেতার অভ্যর্থনায় যে বিস্তর ফারাক-- সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এই প্রেক্ষিতে টুইটারে ইমরানকে কটাক্ষ করতে ছাড়েননি তাঁর দেশেরই নেটিজেনরা।
একদিকে, ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’-এ চেপে হিউস্টনে পৌঁছন মোদি। অন্যদিকে, সৌদি রাজকুমারের সঙ্গে তাঁর বিমানে করে আমেরিকায় আসেন ইমরান। মোদিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্য ও আন্তর্জাতিক বিষয়ক দফতরের অধিকর্তা ক্রিস্টোফার অলসন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জুস্টার, আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা প্রমুখ। অন্যদিকে, ইমরানকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন একমাত্র রাষ্ট্রপুঞ্জে পাক রাষ্ট্রদূত মালিহা লোধি।
এই নিয়ে ইমরানকে বিদ্ধ করেছেন নেটিজেনরা।
Video 1 : Maleeha Lodhi received Selected Imran Khan
Video 2 : Modi has been received by Director, Trade and International Affairs, Christopher Olson and other officials. US Ambassador to India Kenneth Juster. pic.twitter.com/gYHkxA7PtO — جاوید اقبال (@javedeqbalpk) September 21, 2019
It would/should really be ok to shake Maleeha Lodhi’s hand. https://t.co/gu3GbeTNvA
— Mina Sohail (@MinaSohail) September 21, 2019
The difference... pic.twitter.com/JR2iwNICZI
— ????????ZEU???????? (@kakati_priyank) September 21, 2019
প্রসঙ্গত, ১০ দিনের মার্কিন সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। রবিবার সকালে(ভারতীয় সময় রাতে) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন তিনি। তারপর উপস্থিত থাকবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সম্মেলনে।What would you expect it's all about economics, India has developed it self as a market place, in last decade and has huge potential for investors and companies.
On the other hand .......... We only have looters which are still going on — Basir Yahya (@byahya) September 21, 2019