এক্সপ্লোর
Advertisement
জোর করে হিন্দু মেয়েদের ধর্মবদল বন্ধে পাকিস্তানের সিন্ধু প্রদেশের অ্যাসেম্বলিতে সর্বসম্মতিতে প্রস্তাব পাশ
পাকিস্তান মানবাধিকার কমিশন তাদের বার্ষিক রিপোর্টে জোর করে হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ধর্ম বদল ও বিয়ে দেওয়ার একাধিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের কয়েক মাস বাদে প্রস্তাবটি পাশ হল অ্যাসেম্বলিতে। গত বছর শুধু সিন্ধ থেকেই এ ধরনের হাজারখানেক ঘটনার খবর মিলেছে বলে রিপোর্টে জানিয়েছিল কমিশন।
করাচি: পাকিস্তানের সিন্ধু প্রদেশের অ্যাসেম্বলিতে প্রস্তাব পেশ করে হিন্দু মেয়েদের জোর করে ধর্মবদল, অপহরণ বন্ধ করা, এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হল। প্রস্তাবটি পেশ করেন গণতান্ত্রিক জোটের জনপ্রতিনিধি নন্দ কুমার গোকলানি, সমর্থন করে শাসক পাকিস্তান পিপলস পার্টি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট, পাকিস্তান পিপলস পার্টি, কট্টরপন্থী জামাত-ই-ইসলামি। প্রস্তাবটি সর্বসম্মতিতে গৃহীত হয়েছে বলে খবর দি এক্সপ্রেস ট্রিবিউন-এর।
পাকিস্তান মানবাধিকার কমিশন তাদের বার্ষিক রিপোর্টে জোর করে হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ধর্ম বদল ও বিয়ে দেওয়ার একাধিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের কয়েক মাস বাদে প্রস্তাবটি পাশ হল অ্যাসেম্বলিতে। গত বছর শুধু সিন্ধ থেকেই এ ধরনের হাজারখানেক ঘটনার খবর মিলেছে বলে রিপোর্টে জানিয়েছিল কমিশন। গত মার্চে দুই বোন রবীনা (১৩) ও রীনা (১৫) কে হোলির প্রাক্কালে তাদের সিন্ধের ঘোটকি জেলার বাড়ি থেকে একদল প্রভাবশালী লোকজন অপহরণ করে বলে অভিযোগ। তারপর দুবোনের বিয়ে দিচ্ছেন এক মৌলবী, এমন একটি ভিডিও ছড়ায়, যা ঘিরে ব্যাপক আলোড়ন হয়।
প্রস্তাবটি পেশ করে গোকলানি বলেন, গত কয়েক মাসে প্রায় ৪০টি হিন্দু মেয়েকে, যাদের বেশিরভাগই নাবালিকা, ধর্ম বদলাতে বাধ্য করা হয়েছে। এই সভা শিশুবিবাহের বিরুদ্ধে আইন পাশ করেছে। আমাদের সম্প্রদায়ের কিশোরীরা উধাও হয়ে যাচ্ছে। পরে মুসলিম ছেলেদের সঙ্গে কোনও ধর্মস্থানে তাদের বিয়ে হতে দেখা যাচ্ছে।
বলপূর্বক ধর্মান্তরণ ঠেকাতে আগেও বিল এনেছিলেন তিনি। আজ তিনি পরোক্ষে সিন্ধে এই প্রথা বন্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে শাসক শিবিরকে আক্রমণ করেন। বলেন, এটা আমাদের মাতৃভূমি। পাকিস্তান সৃষ্টির সময় থেকেই আমরা সংখ্যালঘুরা মুসলিম ভাইদের মতোই দেশের প্রতি অনুগত রয়েছি। আমাদের মেয়েদের ধর্মান্তরিত করা হলে আমরা কোথায় যাব? বহু হিন্দু এজন্য পাকিস্তান ছেড়েছে বলে জানিয়ে তিনি বলেন, কিন্তু আমরা এখানেই বেঁচে থাকতে, মরতে চাই। দয়া করে আমাদের সুরক্ষা দিন, দেশ ছাড়তে বাধ্য করবেন না।
সরকারি পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে ৭৫ লক্ষ হিন্দুর বাস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement